৩১ দফা বাস্তবায়ন করে প্রতিশোধ নেবে বিএনপি: তারেক রহমান

- আপডেট সময় ১০:০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / 33
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়, আর এ লক্ষ্যেই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দলটি। জুলুম নয়, ৩১ দফা বাস্তবায়ন করে প্রতিশোধ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রংপুর বিভাগীয় এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি প্রতিশোধ নয়, বরং জনগণের কল্যাণে কাজ করাই দলটির মূল উদ্দেশ্য। তিনি বলেন, “আমরা জুলুমের পথ ধরে চলতে চাই না। বিএনপি অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না। দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেই বিএনপির ৩১ দফা রূপরেখা প্রণীত হয়েছে। এই দফাগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে, যাতে প্রতিটি নাগরিক বুঝতে পারে বিএনপি কী করতে চায় এবং কেন তা দেশের জন্য প্রয়োজন।
তারেক রহমান মনে করেন, জনগণের আস্থা অর্জনই বিএনপির শক্তি। তিনি বলেন, “আজ মানুষ বিশ্বাস করছে, বিএনপি পারে দেশের জন্য কিছু করতে। সেই বিশ্বাস ধরে রাখতে হবে। আমাদের প্রতিটি নেতাকর্মীকে জনগণের সঙ্গে সংযোগ বাড়াতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি চায় জনগণকে সাথে নিয়ে দেশ গড়ার আন্দোলন গড়ে তুলতে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সকলের অধিকার নিশ্চিত হবে।”
সভায় তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি ঘরে ঘরে বিএনপির পরিকল্পনা তুলে ধরতে হবে। জনগণের মাঝে একটি স্বপ্ন সঞ্চার করতে হবে, যাতে তারা মনে করে এই দলই পারে দেশের ভবিষ্যৎ পরিবর্তন আনতে।
তিনি বলেন, “আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। বরং জনগণের ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য।”
সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন এবং দলীয় কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।