০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা মেসির পেনাল্টি মিসের দিনে বড় হার মায়ামির যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ চীনের ‘ফুজিয়ান’ বিমানবাহী রণতরী প্রথমবারের মতো তাইওয়ান প্রণালী দিয়ে অতিক্রম করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলাকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের পাকিস্তানে সামরিক গাড়িতে হামলা, ১২ সেনা নিহত আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ নয়: উপদেষ্টা ফাওজুল কারফিউ প্রত্যাহার, স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল রাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ, কাল চূড়ান্ত প্রার্থিতা প্রকাশ

ঝাড়খণ্ডে বন্দুকযুদ্ধে কোটি টাকা পুরস্কারঘোষিত মাওবাদী নেতাসহ নিহত ৮ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 70

ছবি সংগৃহীত

 

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক বড় সাফল্য এসেছে। মাওবাদীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত আটজন, যাদের মধ্যে রয়েছেন কোটিপতি পুরস্কারপ্রাপ্ত শীর্ষস্থানীয় মাওবাদী নেতা বিবেক।

ঝাড়খণ্ডের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ গুপ্ত নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে বিবেক অন্যতম, যার মাথার দাম ছিল এক কোটি টাকা। বহুদিন ধরে তার খোঁজে ছিল নিরাপত্তা বাহিনী। ঝাড়খণ্ড ছাড়াও ভারতের একাধিক রাজ্যে তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সিআরপিএফ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একে সিরিজ রাইফেল, একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল, একটি পিস্তল এবং আটটি দেশি ভারমার রাইফেল। অস্ত্রের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে, বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল মাওবাদীরা।

অভিযানকালে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলে জানিয়েছে প্রশাসন।

নিহতদের মধ্যে আরও রয়েছে সাহেব রাম মাঝি ও অরবিন্দ যাদব নামের দুই মাওবাদী নেতা। পুলিশ জানিয়েছে, এদের সবাই স্থানীয় মাওবাদী ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং পূর্বের একাধিক হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

ডিজিপি অনুরাগ গুপ্ত বলেন, “বিবেক দীর্ঘদিন ধরে আমাদের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল। তার নেতৃত্বে বহু নিরীহ মানুষের রক্ত ঝরেছে। এই অভিযানে তার মৃত্যুর মাধ্যমে নিরাপত্তার ক্ষেত্রে এক বড় জয় এসেছে।”

সূত্রের খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। বোকারোর গভীর জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট মিলে অপারেশন চালিয়ে একে একে মাওবাদীদের ঘিরে ফেলে। শুরু হয় প্রচণ্ড গুলিবিনিময়, যা চলে কয়েক ঘণ্টা ধরে।

অপারেশনের সাফল্যে স্বস্তিতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে, যাতে ঝাড়খণ্ডসহ আশপাশের অঞ্চল মাওবাদী হুমকি থেকে মুক্ত থাকে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ঝাড়খণ্ডে বন্দুকযুদ্ধে কোটি টাকা পুরস্কারঘোষিত মাওবাদী নেতাসহ নিহত ৮ জন

আপডেট সময় ০৩:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

 

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে এক বড় সাফল্য এসেছে। মাওবাদীদের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত আটজন, যাদের মধ্যে রয়েছেন কোটিপতি পুরস্কারপ্রাপ্ত শীর্ষস্থানীয় মাওবাদী নেতা বিবেক।

ঝাড়খণ্ডের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ গুপ্ত নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে বিবেক অন্যতম, যার মাথার দাম ছিল এক কোটি টাকা। বহুদিন ধরে তার খোঁজে ছিল নিরাপত্তা বাহিনী। ঝাড়খণ্ড ছাড়াও ভারতের একাধিক রাজ্যে তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

সিআরপিএফ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একে সিরিজ রাইফেল, একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল, একটি পিস্তল এবং আটটি দেশি ভারমার রাইফেল। অস্ত্রের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে, বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল মাওবাদীরা।

অভিযানকালে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলে জানিয়েছে প্রশাসন।

নিহতদের মধ্যে আরও রয়েছে সাহেব রাম মাঝি ও অরবিন্দ যাদব নামের দুই মাওবাদী নেতা। পুলিশ জানিয়েছে, এদের সবাই স্থানীয় মাওবাদী ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং পূর্বের একাধিক হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

ডিজিপি অনুরাগ গুপ্ত বলেন, “বিবেক দীর্ঘদিন ধরে আমাদের খাতায় মোস্ট ওয়ান্টেড ছিল। তার নেতৃত্বে বহু নিরীহ মানুষের রক্ত ঝরেছে। এই অভিযানে তার মৃত্যুর মাধ্যমে নিরাপত্তার ক্ষেত্রে এক বড় জয় এসেছে।”

সূত্রের খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। বোকারোর গভীর জঙ্গলে লুকিয়ে ছিল মাওবাদীরা। নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট মিলে অপারেশন চালিয়ে একে একে মাওবাদীদের ঘিরে ফেলে। শুরু হয় প্রচণ্ড গুলিবিনিময়, যা চলে কয়েক ঘণ্টা ধরে।

অপারেশনের সাফল্যে স্বস্তিতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে, যাতে ঝাড়খণ্ডসহ আশপাশের অঞ্চল মাওবাদী হুমকি থেকে মুক্ত থাকে।