ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা উত্তরা ট্র্যাজেডি: বিমান বিধ্বস্তে ২৫ শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যু আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ

ডিসেম্বরে নির্বাচনে একমত বিএনপি ও ১২ দলীয় জোট: নজরুল ইসলাম খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এ বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ১২ দলীয় জোট। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আজ ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু শেয়ার করেছি। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যারা আমাদের সহযাত্রী, তাদের জানার অধিকার আছে।”

তিনি জানান, জাতীয় নির্বাচন, নির্বাচনের সময়সীমা ও আন্দোলন নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ১২ দলীয় জোটের সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে মৌখিকভাবে সমঝোতা হয়েছে। তিনি বলেন, “নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে ধরে নিয়ে একটি রোডম্যাপ তৈরি হওয়া জরুরি। সময় নিয়ে আগেও কথা হয়েছে, তবে এখন আমাদের লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন সম্পন্ন করা।”

নজরুল ইসলাম খান আরও বলেন, “বর্তমান ফ্যাসিবাদী শাসন ও তাদের দোসরদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি জানাচ্ছি। যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছে, তাদের অপরাধ আইনের আওতায় আনতে হবে।”

নতুন করে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা মনে করি, এখন নতুন করে আন্দোলনের প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। জনগণের আকাঙ্ক্ষাই এ মুহূর্তে সরকারের জন্য বড় বার্তা।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ প্রশস্ত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং ১২ দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

সব মিলিয়ে রাজনীতিতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার যে বার্তা এসেছে, তাতে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে নির্বাচনে একমত বিএনপি ও ১২ দলীয় জোট: নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৭:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এ বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ১২ দলীয় জোট। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য ও স্থায়ী কমিটির নেতা নজরুল ইসলাম খান।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আজ ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু শেয়ার করেছি। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যারা আমাদের সহযাত্রী, তাদের জানার অধিকার আছে।”

তিনি জানান, জাতীয় নির্বাচন, নির্বাচনের সময়সীমা ও আন্দোলন নিয়ে নানা বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ১২ দলীয় জোটের সঙ্গে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে মৌখিকভাবে সমঝোতা হয়েছে। তিনি বলেন, “নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হবে ধরে নিয়ে একটি রোডম্যাপ তৈরি হওয়া জরুরি। সময় নিয়ে আগেও কথা হয়েছে, তবে এখন আমাদের লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন সম্পন্ন করা।”

নজরুল ইসলাম খান আরও বলেন, “বর্তমান ফ্যাসিবাদী শাসন ও তাদের দোসরদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি জানাচ্ছি। যারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনগণের অধিকার হরণ করেছে, তাদের অপরাধ আইনের আওতায় আনতে হবে।”

নতুন করে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা মনে করি, এখন নতুন করে আন্দোলনের প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকেই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। জনগণের আকাঙ্ক্ষাই এ মুহূর্তে সরকারের জন্য বড় বার্তা।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ প্রশস্ত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতা এবং ১২ দলীয় জোটের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

সব মিলিয়ে রাজনীতিতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার যে বার্তা এসেছে, তাতে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।