আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

- আপডেট সময় ১১:৪০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
- / ৫০৮ বার পড়া হয়েছে
আজ বুধবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ বৈঠকে বিএনপি নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছে। বিশেষ করে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবং রোডম্যাপ বা পথনকশা কবে প্রকাশ পাবে তা জানতে চায় দলটি। প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি সন্তুষ্ট না হলে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামার পরিকল্পনা নিতে পারে বলেও জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আজকের বৈঠক নিয়ে কৌশল নির্ধারণ করা হয়। সেখানেই আলোচ্য সূচি এবং নির্বাচনের সময়সূচি বিষয়ে সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণা দাবি করার সিদ্ধান্ত হয়।
বিএনপির নেতাদের অভিযোগ, নির্বাচন নিয়ে সরকারের উপদেষ্টাদের বিভিন্ন ধরনের বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচনের প্রস্তুতি দৃশ্যমান নয়। বিশেষ করে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি এখনো ঝুলে আছে। নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে আসন পুনর্বিন্যাসের একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠালেও তা এখনো আলোর মুখ দেখেনি।
এ ছাড়া প্রশাসনের নানা স্তরে এখনো বিগত সরকারের ঘনিষ্ঠজন ও সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছেন। দীর্ঘদিন ধরে যারা বঞ্চনার শিকার ছিলেন, তাদের এখনও উপযুক্ত পদায়ন হয়নি বলেও অভিযোগ করেছে বিএনপি। এসব বিষয় নিয়েও আজকের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
বিএনপির নেতারা মনে করছেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানানো জরুরি। অন্যথায় তারা আবারও মাঠে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।