আলোচনার পথেই তৈরি সম্ভব জাতীয় সনদ: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আলোচনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যেসব বিষয়ে ঐকমত্য গড়ে তোলা সম্ভব, তার ওপর ভিত্তি করে একটি জাতীয় সনদ প্রণয়ন করা যাবে। এ সনদই ভবিষ্যতে রাষ্ট্র সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করবে বলে তিনি মত প্রকাশ করেন।
আজ মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)–এর সঙ্গে কমিশনের সংলাপ শুরু হয়। এ সময় আলী রীয়াজ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য জাতীয় সনদের কাঠামোতে পৌঁছানো। কমিশনের কার্যকাল আগামী জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত। তাই আমরা আশাবাদী, মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রাথমিক সংলাপের ধাপ শেষ করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “এই সংলাপের মাধ্যমে একটি ভিত্তি তৈরি হচ্ছে, যেখানে ধাপে ধাপে আমরা একমত হওয়ার জায়গাগুলো চিহ্নিত করব এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব।”
আলোচনায় অংশ নেওয়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, তাঁদের দল জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর বেশিরভাগ অংশের সঙ্গে একমত। তিনি জানান, এনডিএম দেশে সামগ্রিক সংস্কারের বিষয়ে ইতিবাচক ও গভীর আগ্রহ রাখে।
ববি হাজ্জাজ বলেন, “আমরা চাই পরিবর্তন হোক প্রাতিষ্ঠানিক কাঠামোতে। শুধুমাত্র রাজনৈতিক সংলাপে সীমাবদ্ধ না থেকে, রাষ্ট্রব্যবস্থার দীর্ঘমেয়াদি সংস্কারের ভিত্তি তৈরি করতে হবে।”
আলোচনায় এনডিএমের আট সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়, যার নেতৃত্বে ছিলেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আলী রীয়াজ বলেন, “জাতীয় ঐকমত্য গঠনের ক্ষেত্রে এই প্রথম ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকল রাজনৈতিক শক্তিকে সংলাপে যুক্ত করতে চাই এবং পর্যায়ক্রমে সমন্বয় ও গ্রহণযোগ্যতা অর্জনের পথে এগিয়ে যেতে চাই।”
জাতীয় ঐকমত্য কমিশনের এই উদ্যোগ দেশের রাজনীতিতে একটি নতুন দিক উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।