ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় অনির্দিষ্টকাল সেনা রাখার ঘোষণা ই*স*রা*য়ে*লের মানুষের ঢলে মুখরিত ৪০০ বছরের প্রাচীন কুলিকুন্ডার শুঁটকি মেলা দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর ব্যবস্থা : হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার ই*স*রা*য়ে*লের ভয়াবহ হামলা গা/জা/য় আরো ২৫ ফিলিস্তিনি নিহত দেশীয় মাছের সুরক্ষা ও উৎপাদন বাড়াতে জোর দিলেন মৎস্য উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে: প্রসিকিউটর আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তহবিল বন্ধের প্রস্তাব দিল ট্রাম্প প্রশাসন 

গুলশান থেকে নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাতে রাজধানীর অভিজাত গুলশান-২ এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ঠিক কী ধরনের মামলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

মোরশেদ আলম ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং তিনবারের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে আবারো নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে উঠে আসা মোরশেদ আলম দেশের শিল্প খাতে একটি সুপরিচিত নাম। তিনি পলিক্যাব কেবলসসহ একাধিক শিল্পপ্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

সূত্র মতে, তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে কয়েকটি আর্থিক অনিয়ম, প্রতারণা ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তাঁকে নজরদারিতে রাখা হচ্ছিল এবং অবশেষে গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও দলীয় একাধিক সূত্র জানিয়েছে, দলীয়ভাবে তাঁর কর্মকাণ্ডে অসন্তুষ্টি দীর্ঘদিন ধরেই ছিল।

ডিবি সূত্রে জানা গেছে, মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে তাঁর সম্পৃক্ততা ও সম্পদ-সম্পর্কিত বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

সাবেক এই সংসদ সদস্যের গ্রেপ্তার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এক ধরনের বার্তা বহন করছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখন দেখার বিষয়, তদন্তে নতুন কী তথ্য বেরিয়ে আসে এবং তার ভিত্তিতে আদালত কী সিদ্ধান্ত দেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

গুলশান থেকে নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার রাতে রাজধানীর অভিজাত গুলশান-২ এলাকা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মোরশেদ আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ঠিক কী ধরনের মামলা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

মোরশেদ আলম ছিলেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা এবং তিনবারের সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে আবারো নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।

ব্যবসায়ী থেকে রাজনীতিতে উঠে আসা মোরশেদ আলম দেশের শিল্প খাতে একটি সুপরিচিত নাম। তিনি পলিক্যাব কেবলসসহ একাধিক শিল্পপ্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলার কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

সূত্র মতে, তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে কয়েকটি আর্থিক অনিয়ম, প্রতারণা ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট। আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তাঁকে নজরদারিতে রাখা হচ্ছিল এবং অবশেষে গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এই গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই এ বিষয়ে মন্তব্য করতে রাজি না হলেও দলীয় একাধিক সূত্র জানিয়েছে, দলীয়ভাবে তাঁর কর্মকাণ্ডে অসন্তুষ্টি দীর্ঘদিন ধরেই ছিল।

ডিবি সূত্রে জানা গেছে, মোরশেদ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে তাঁর সম্পৃক্ততা ও সম্পদ-সম্পর্কিত বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

সাবেক এই সংসদ সদস্যের গ্রেপ্তার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এক ধরনের বার্তা বহন করছে আইনের ঊর্ধ্বে কেউ নয়। এখন দেখার বিষয়, তদন্তে নতুন কী তথ্য বেরিয়ে আসে এবং তার ভিত্তিতে আদালত কী সিদ্ধান্ত দেন।