মুক্তির ভোরে স্মৃতির মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনায় জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) ভোরের প্রথম আলো ফোটার আগেই, সকাল ৬টার দিকে তিনি সাভারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ড. ইউনূস শহীদদের আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় সামরিক বাহিনীর একটি চৌকস দল—বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা—রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন, যা মুহূর্তটিকে করে তোলে আরও গর্বিত ও হৃদয়স্পর্শী।
প্রধান উপদেষ্টা বলেন, “এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের আত্মত্যাগ, স্বাধীনতার চেতনা এবং জাতির সম্ভাবনার প্রতীক। যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তাঁদের স্মরণেই আজ আমরা স্বাধীনতার আলোতে পথ চলছি।”
পরে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী স্বাক্ষর বইতে স্বাক্ষর করেন এবং সেখানে একটি বাণী লিখে শহীদদের প্রতি তাঁর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এমন শ্রদ্ধা নিবেদন আমাদের জাতীয় ঐক্য, আত্মত্যাগ ও ভবিষ্যতের প্রতি দায়িত্ববোধকে আরও গভীর করে তোলে। স্মৃতিসৌধে তাঁর এই উপস্থিতি একদিকে যেমন জাতির প্রতি শ্রদ্ধার প্রতীক, অন্যদিকে তেমনি নতুন প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস।
স্বাধীনতার এই সকালে জাতীয় স্মৃতিসৌধ যেন হয়ে উঠেছিল গর্ব, কৃতজ্ঞতা ও প্রত্যয় মিলিত এক মহামঞ্চ।