ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সিনেটরের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারে গুরুত্ব বিশ্ববাজারে কমলো সয়াবিন-ক্যানোলা তেলের দাম, ঊর্ধ্বমুখী সানফ্লাওয়ার-পাম তেল এনআইডি ইস্যুতে ‘অপারেশনাল হল্ট’ স্থগিত, দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি সৌদি কর্তৃপক্ষ ওমরাহ ভিসা বন্ধ করেনি: ধর্ম উপদেষ্টা তুলসি গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর ও গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করবে না : অর্থ উপদেষ্টা হাইকোর্টের স্থগিতাদেশে আটকে গেল নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া মোবাইল ব্যাংকিংয়ে নতুন রেকর্ড, ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশ ঈদের সিনেমার হাওয়া: প্রশংসায় এগিয়ে ‘জংলি’ ও ‘দাগি’ পটুয়াখালীর নদ-নদীতে নাব্যতা সংকট, চরম ভোগান্তিতে উপকূলবাসী

তুলসি গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর ও গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের করা মন্তব্যকে ‘গুরুতর ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তুলসি গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা।

এর আগে সোমবার নয়াদিল্লিতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড দাবি করেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই ঘটে আসছে। এ বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অন্যতম উদ্বেগের ক্ষেত্র বলে উল্লেখ করেন তিনি।

গ্যাবার্ড আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবে শুরু হয়েছে। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

গ্যাবার্ডের এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সোমবার রাতেই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি বিভ্রান্তিকর। বাংলাদেশ ঐতিহাসিকভাবে শান্তিপূর্ণ, উদার ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী সহাবস্থান করে আসছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ইসলামপন্থী সন্ত্রাসবাদসহ যে কোনো ধরনের চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

তৌহিদ হোসেন এদিন সাংবাদিকদের বলেন, ‘তুলসি গ্যাবার্ডের মন্তব্য গুরুতর। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতোমধ্যে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই নীতিতে দৃঢ়ভাবে অবস্থান করছে।’

এদিকে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য দুই দেশের সম্পর্কে নতুন করে জটিলতা তৈরি করতে পারে। সরকারের উচিত কূটনৈতিক মাধ্যমে দ্রুত বিষয়টি স্পষ্ট করা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৫০৩ বার পড়া হয়েছে

তুলসি গ্যাবার্ডের বক্তব্য বিভ্রান্তিকর ও গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

 

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের করা মন্তব্যকে ‘গুরুতর ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তুলসি গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি প্রচেষ্টা।

এর আগে সোমবার নয়াদিল্লিতে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ড দাবি করেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরেই ঘটে আসছে। এ বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অন্যতম উদ্বেগের ক্ষেত্র বলে উল্লেখ করেন তিনি।

গ্যাবার্ড আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবে শুরু হয়েছে। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

গ্যাবার্ডের এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সোমবার রাতেই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ তুলেছেন তা পুরোপুরি বিভ্রান্তিকর। বাংলাদেশ ঐতিহাসিকভাবে শান্তিপূর্ণ, উদার ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। এখানে সব ধর্মের মানুষ শতাব্দীর পর শতাব্দী সহাবস্থান করে আসছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ ইসলামপন্থী সন্ত্রাসবাদসহ যে কোনো ধরনের চরমপন্থার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

তৌহিদ হোসেন এদিন সাংবাদিকদের বলেন, ‘তুলসি গ্যাবার্ডের মন্তব্য গুরুতর। প্রধান উপদেষ্টার কার্যালয় ইতোমধ্যে এ বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই নীতিতে দৃঢ়ভাবে অবস্থান করছে।’

এদিকে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এমন বক্তব্য দুই দেশের সম্পর্কে নতুন করে জটিলতা তৈরি করতে পারে। সরকারের উচিত কূটনৈতিক মাধ্যমে দ্রুত বিষয়টি স্পষ্ট করা।