০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

জুনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব: সংস্কার কমিশনের অভিমত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 109

ছবি সংগৃহীত

 

স্থানীয় সরকার সংস্কার কমিশন দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে আয়োজনের সুপারিশ করেছে। কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আগামী জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

রিপোর্টে বলা হয়েছে, ১৯৭১ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে কার্যত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যক্রমে বাধাগ্রস্ত। বর্তমানে সব ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে আয়োজনের সুযোগ তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী জুনের মধ্যে দেশের সমতল ও পাহাড়ি অঞ্চলের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

বিজ্ঞাপন

এই প্রস্তাবে আরো বলা হয়, নতুন একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের মাধ্যমে আইনি জটিলতা এড়ানো যাবে। নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার কারণে আইনি সমস্যা হতে পারে, যা নতুন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব।

এছাড়া, কমিশন একটি নতুন অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে, যা আগামী মার্চ-এপ্রিলের মধ্যে বাস্তবায়ন হতে পারে। গত ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকার পাঁচটি সংস্কার কমিশন গঠন করে, যার মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্যতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এই কমিশন কাজ করছে।

এই প্রস্তাব বাস্তবায়ন হলে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও কার্যক্রম আরও শক্তিশালী হতে পারে, যা দেশের প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে।

নিউজটি শেয়ার করুন

জুনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব: সংস্কার কমিশনের অভিমত

আপডেট সময় ০২:৫১:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

 

স্থানীয় সরকার সংস্কার কমিশন দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে আয়োজনের সুপারিশ করেছে। কমিশনের প্রকাশিত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আগামী জুনের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

রিপোর্টে বলা হয়েছে, ১৯৭১ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে কার্যত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কার্যক্রমে বাধাগ্রস্ত। বর্তমানে সব ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে আয়োজনের সুযোগ তৈরি হয়েছে। কমিশন জানিয়েছে, আগামী জুনের মধ্যে দেশের সমতল ও পাহাড়ি অঞ্চলের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

বিজ্ঞাপন

এই প্রস্তাবে আরো বলা হয়, নতুন একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের মাধ্যমে আইনি জটিলতা এড়ানো যাবে। নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার কারণে আইনি সমস্যা হতে পারে, যা নতুন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব।

এছাড়া, কমিশন একটি নতুন অধ্যাদেশের মাধ্যমে পাঁচটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য দুটি একীভূত নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে, যা আগামী মার্চ-এপ্রিলের মধ্যে বাস্তবায়ন হতে পারে। গত ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকার পাঁচটি সংস্কার কমিশন গঠন করে, যার মধ্যে স্থানীয় সরকার সংস্কার কমিশন অন্যতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এই কমিশন কাজ করছে।

এই প্রস্তাব বাস্তবায়ন হলে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও কার্যক্রম আরও শক্তিশালী হতে পারে, যা দেশের প্রশাসনিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে।