ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 56

ছবি সংগৃহীত

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার নিয়ম মেনে চললেই ভবিষ্যৎ নিরাপদ হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সেনানিবাস এলাকায় ইউনিভার্সিটি অব স্কলারস-এর প্রথম সমাবর্তনে কনভোকেশন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার প্রকৃত মূল্যায়ন তখনই হয়, যখন তা সমাজ ও দেশের কল্যাণে ব্যবহৃত হয়। শুধু সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করলেই পরিবর্তন আসে না, বাস্তব উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, শব্দ ও পলিথিন দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্বও নিতে হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী বাংলাদেশের চেহারা নির্ভর করছে আজকের তরুণ প্রজন্মের ওপর। তিনি বলেন, “আমরা প্রায়ই অন্যদের দোষ দেই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককে পরিবর্তনের অংশ হতে হবে।”

সেবাপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে প্রশাসনিক কাঠামোকে কার্যকর করতে হবে। এখন সময় এসেছে দেশ ও সমাজের জন্য কাজ করার, সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল (অব.) ফরিদ হাবিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এনামুল বাসার এবং কনভোকেশন স্পিকার ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার নিয়ম মেনে চললেই ভবিষ্যৎ নিরাপদ হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সেনানিবাস এলাকায় ইউনিভার্সিটি অব স্কলারস-এর প্রথম সমাবর্তনে কনভোকেশন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার প্রকৃত মূল্যায়ন তখনই হয়, যখন তা সমাজ ও দেশের কল্যাণে ব্যবহৃত হয়। শুধু সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করলেই পরিবর্তন আসে না, বাস্তব উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, শব্দ ও পলিথিন দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্বও নিতে হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী বাংলাদেশের চেহারা নির্ভর করছে আজকের তরুণ প্রজন্মের ওপর। তিনি বলেন, “আমরা প্রায়ই অন্যদের দোষ দেই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককে পরিবর্তনের অংশ হতে হবে।”

সেবাপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে প্রশাসনিক কাঠামোকে কার্যকর করতে হবে। এখন সময় এসেছে দেশ ও সমাজের জন্য কাজ করার, সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল (অব.) ফরিদ হাবিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এনামুল বাসার এবং কনভোকেশন স্পিকার ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী।