পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা

- আপডেট সময় ০৮:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫৩২ বার পড়া হয়েছে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের জন্য প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা জরুরি। প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার নিয়ম মেনে চললেই ভবিষ্যৎ নিরাপদ হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সেনানিবাস এলাকায় ইউনিভার্সিটি অব স্কলারস-এর প্রথম সমাবর্তনে কনভোকেশন প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দেন তিনি। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শিক্ষার প্রকৃত মূল্যায়ন তখনই হয়, যখন তা সমাজ ও দেশের কল্যাণে ব্যবহৃত হয়। শুধু সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করলেই পরিবর্তন আসে না, বাস্তব উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, শব্দ ও পলিথিন দূষণ আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। শুধুমাত্র ব্যক্তিগত উন্নতি নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্বও নিতে হবে।
নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্ববোধকে সামনে রেখে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আগামী বাংলাদেশের চেহারা নির্ভর করছে আজকের তরুণ প্রজন্মের ওপর। তিনি বলেন, “আমরা প্রায়ই অন্যদের দোষ দেই, কিন্তু নিজেরা বদলাতে চাই না। সরকার একা পরিবর্তন আনতে পারবে না, আমাদের প্রত্যেককে পরিবর্তনের অংশ হতে হবে।”
সেবাপ্রাপ্তি সহজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে প্রশাসনিক কাঠামোকে কার্যকর করতে হবে। এখন সময় এসেছে দেশ ও সমাজের জন্য কাজ করার, সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলারসের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল (অব.) ফরিদ হাবিব, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এনামুল বাসার এবং কনভোকেশন স্পিকার ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরী।