ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্ত করলেন c

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মরণীয় উদ্যোগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন।

একই দিনে, সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে আরেকটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা উপদেষ্টা এবং কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এ উপলক্ষে ডাকটিকিট প্রকাশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংযোজন।”

মাতৃভাষার মর্যাদা ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে ডাক অধিদপ্তরের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। উপস্থিত অতিথিরা এ ধরনের পদক্ষেপকে ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
৫০৪ বার পড়া হয়েছে

মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট ও সিলমোহর অবমুক্ত করলেন c

আপডেট সময় ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মরণীয় উদ্যোগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন।

একই দিনে, সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে আরেকটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা উপদেষ্টা এবং কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। এ উপলক্ষে ডাকটিকিট প্রকাশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংযোজন।”

মাতৃভাষার মর্যাদা ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে ডাক অধিদপ্তরের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। উপস্থিত অতিথিরা এ ধরনের পদক্ষেপকে ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন।