ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
হাফেজ্জী হুজুরের ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ ইন্তেকাল হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা মার্কিন শেয়ারবাজারে আজ প্রায় ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ উধাও থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশ্বকাপের ৬৪ দলের প্রস্তাব: সমালোচনায় মুখর সাবেক তারকা তুরস্ক-গ্রিস উপকূলে শরণার্থীর নৌকাডুবি: অন্তত ১৬ জন নিহত নগরকান্দায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার ইংল্যান্ড সিরিজের জন্য রুদ্ধদ্বার প্রস্তুতি সারবে ভারত

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলার একাধিক আসামি পলাতক ছিলেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল ছিল। তবে হাইকোর্টের রায়ের ভিত্তিতে বিচারিক আদালতে এ সংক্রান্ত আদেশ পৌঁছালে রাষ্ট্রপক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক আহত হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৮ সালে বিচারিক আদালত রায় দেন, যেখানে তারেক রহমানসহ বেশ কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
৫৩২ বার পড়া হয়েছে

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার

আপডেট সময় ০৫:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

 

ঢাকা: উচ্চ আদালতের নির্দেশে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে, গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, মামলার একাধিক আসামি পলাতক ছিলেন, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল ছিল। তবে হাইকোর্টের রায়ের ভিত্তিতে বিচারিক আদালতে এ সংক্রান্ত আদেশ পৌঁছালে রাষ্ট্রপক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

২১ আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং শতাধিক আহত হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০১৮ সালে বিচারিক আদালত রায় দেন, যেখানে তারেক রহমানসহ বেশ কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে হাইকোর্টের সাম্প্রতিক রায়ে সব আসামিকে খালাস দেওয়া হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।