১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন চ্যালেঞ্জ, আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 116

ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সম্প্রতি তীব্র অভিযান চলছে, আর এবার স্টুডেন্ট ভিসায় আসা শিক্ষার্থীরাও এই অভিযানের আওতায় পড়ছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই নতুন পরিস্থিতি, কারণ সম্প্রতি তিন বাংলাদেশি শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিতভাবে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। এছাড়া, আমেরিকার জেএফকে বিমানবন্দরে অবতরণের পর ঢাকা থেকে এক পিএইচডি শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়, কারণ তার ভিসার শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। ইমিগ্রেশন বিভাগের প্রশ্নোত্তরের সময় সে সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে তার ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট ভিসায় এসে কর্মসংস্থানে নিযুক্ত অনেক শিক্ষার্থীকে ট্র্যাকিংয়ের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে। যেসব শিক্ষার্থী নিয়মিতভাবে এক্সটার্নাল কাজ করছেন বা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে উপস্থিত হচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের তথ্যের প্রমাণ পাওয়া যাচ্ছে সেলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে, যা অবৈধ কাজের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ধরিয়ে দিচ্ছে।

এমন পরিস্থিতি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেকেই রেস্টুরেন্ট, সুপার মার্কেট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন। ফলে, বর্তমানে দেশের বিভিন্ন শহরের শিক্ষার্থীরা এই নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন চ্যালেঞ্জ, আতঙ্কে বাংলাদেশি শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

 

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সম্প্রতি তীব্র অভিযান চলছে, আর এবার স্টুডেন্ট ভিসায় আসা শিক্ষার্থীরাও এই অভিযানের আওতায় পড়ছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এই নতুন পরিস্থিতি, কারণ সম্প্রতি তিন বাংলাদেশি শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে নিয়মিতভাবে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। এছাড়া, আমেরিকার জেএফকে বিমানবন্দরে অবতরণের পর ঢাকা থেকে এক পিএইচডি শিক্ষার্থীকে ফেরত পাঠানো হয়, কারণ তার ভিসার শর্ত ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। ইমিগ্রেশন বিভাগের প্রশ্নোত্তরের সময় সে সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে তার ভিসা বাতিল করে ফেরত পাঠানো হয়।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট ভিসায় এসে কর্মসংস্থানে নিযুক্ত অনেক শিক্ষার্থীকে ট্র্যাকিংয়ের মাধ্যমে চিহ্নিত করা হচ্ছে। যেসব শিক্ষার্থী নিয়মিতভাবে এক্সটার্নাল কাজ করছেন বা বিশ্ববিদ্যালয়ের ক্লাসে উপস্থিত হচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের তথ্যের প্রমাণ পাওয়া যাচ্ছে সেলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে, যা অবৈধ কাজের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ধরিয়ে দিচ্ছে।

এমন পরিস্থিতি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন এক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেকেই রেস্টুরেন্ট, সুপার মার্কেট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে আসছিলেন। ফলে, বর্তমানে দেশের বিভিন্ন শহরের শিক্ষার্থীরা এই নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন।