মাদরাসা শিক্ষকদের জাতীয়করণ
শাহবাগে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভে পুলিশি অভিযান, আহত ৬
ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনাই এখন পর্যন্ত অন্তত ছয় জন আহত হয়েছে।
শিক্ষকরা দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ থেকে রাস্তায় বসে পড়েন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। এ সময় পুলিশের জলকামান এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, পুলিশ চারুকলা মোড়ে ব্যারিকেড দিয়ে শাহবাগের দিকে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।
এর আগে সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে ছয় দফা দাবি পেশ করেন শিক্ষকরা। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে পদযাত্রার ঘোষণা দেন। প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত তাদের মিছিলের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
জাতীয়করণ ছাড়াও শিক্ষকদের অন্য দাবিগুলো হলো-
১. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নিবন্ধন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা
২. রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোড বিহীন মাদরাসাগুলো মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ
৩. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আলাদা নীতিমালা
৪. পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা-২০২৫ অনুমোদন
৫. প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা নেওয়া
৬. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা নেওয়া।
শিক্ষকরা জানান, জাতীয়করণসহ তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা রক্ষায় তারা বাধ্য হয়ে এসব পদক্ষেপ নিয়েছে।