জাতীয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: লাইফলাইন না কি ময়লার ভাগাড়?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির লাইফলাইন। প্রতিদিন এ পথে লক্ষাধিক মানুষ যাতায়াত করে এবং পণ্য পরিবহন হয় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অথচ, এই গুরুত্বপূর্ণ সড়কের পরিবেশ দেখে অনেক সময়ই বিস্মিত হতে হয়। চিটাগাং রোড ওভারব্রিজের নিচে জমে থাকা ময়লার স্তুপ আমাদের উন্নয়নের পথকে কলঙ্কিত করছে।
মহাসড়কের এমন অব্যবস্থাপনা শুধু অগ্রহণযোগ্যই নয়, জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। ময়লার দুর্গন্ধ পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। পরিবেশ দূষণের পাশাপাশি আশেপাশের মানুষের জন্য এটি স্বাস্থ্যঝুঁকি বয়ে আনছে।
এই সড়কপথে আন্তর্জাতিক মান রক্ষা করা শুধু সৌন্দর্য বা গৌরবের বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যও অত্যন্ত জরুরি। ময়লা-আবর্জনার এমন দৃশ্য বিদেশি বিনিয়োগকারীদের কাছেও দেশের সুনাম ক্ষুণ্ণ করতে পারে।
সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিয়মিত ময়লা অপসারণের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। সড়কের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসা জরুরি।