ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ডলার  বাংলাদেশ ও জার্মানির বাণিজ্যিক যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম স্থগিত, বাংলাদেশেও ইউএসএইডের কার্যক্রম বন্ধ ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ হবে আগামী মার্চে লীক ভেজিটেবল (গ্যাস্ট্রিকের মহাঔষধ)-এর স্বাস্থ্য উপকারিতা  তালেবান ক্ষমতা গ্রহণের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কাবুল সফর তালেবানের হাতে আমেরিকান বন্দি: মুক্তির দাবিতে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের ভাবনায় আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন তামিমের ফিফটি ও ফাহিমের বিধ্বংসী বোলিংয়ে সিলেটকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল টঙ্গী-জয়দেবপুর রুটে রেললাইন বেঁকে গেল, অল্পের জন্য রক্ষা পেল ১২০০ যাত্রী

স্থানীয় সরকারে সংস্কার: শিক্ষাগত যোগ্যতা ও নতুন কাঠামোর সুপারিশ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনায় বলা হয়েছে, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে ইউপি সদস্যদের ক্ষেত্রে সরাসরি ভোটের বিধান বলবৎ থাকবে।
সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ জানিয়েছেন, শিক্ষিতদের জনপ্রতিনিধি হিসেবে আসার সুযোগ তৈরি করতে এবং নিরক্ষর বা স্বল্পশিক্ষিত প্রার্থীদের নির্বাচন প্রতিযোগিতা থেকে বাদ দিতে এই প্রস্তাবনা করা হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজনৈতিক দল, পেশি ও টাকার দাপটে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহ হারিয়ে ফেলছেন।
প্রস্তাবনায় চেয়ারম্যান ও মেয়রদের জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান এবং পৌর মেয়রদের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের ভূমিকা সীমিত করে তাদের কেবল মতামত প্রদানের সুযোগ রাখার কথা বলা হয়েছে। সরাসরি কোনো উপদেষ্টা পদে এমপিরা থাকবেন না।
৫০ হাজারের কম জনসংখ্যার পৌরসভাগুলোকে বিলুপ্ত করে ইউনিয়নের সঙ্গে একীভূত করার প্রস্তাব দিয়েছে কমিশন। কমিশনের মতে, এসব পৌরসভা দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য গঠিত হয়েছে এবং এদের বেশিরভাগই আর্থিক সংকটে জর্জরিত।
নির্বাচনে অতিরিক্ত ব্যয় কমাতে সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজনের সুপারিশ করা হয়েছে। ২০২১-২০২৪ সালের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যয় হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। একসঙ্গে নির্বাচন করলে এই ব্যয় কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা সম্ভব হতো। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধের প্রস্তাবও রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১২ বার পড়া হয়েছে

স্থানীয় সরকারে সংস্কার: শিক্ষাগত যোগ্যতা ও নতুন কাঠামোর সুপারিশ

আপডেট সময় ০৬:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধিদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। কমিশনের প্রস্তাবনায় বলা হয়েছে, পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র এবং ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে হলে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে ইউপি সদস্যদের ক্ষেত্রে সরাসরি ভোটের বিধান বলবৎ থাকবে।
সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমদ জানিয়েছেন, শিক্ষিতদের জনপ্রতিনিধি হিসেবে আসার সুযোগ তৈরি করতে এবং নিরক্ষর বা স্বল্পশিক্ষিত প্রার্থীদের নির্বাচন প্রতিযোগিতা থেকে বাদ দিতে এই প্রস্তাবনা করা হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজনৈতিক দল, পেশি ও টাকার দাপটে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহ হারিয়ে ফেলছেন।
প্রস্তাবনায় চেয়ারম্যান ও মেয়রদের জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বেতন উপজেলা পর্যায়ের প্রথম শ্রেণির কর্মকর্তার সমান এবং পৌর মেয়রদের বেতন উপজেলা নির্বাহী কর্মকর্তার সমান করার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের ভূমিকা সীমিত করে তাদের কেবল মতামত প্রদানের সুযোগ রাখার কথা বলা হয়েছে। সরাসরি কোনো উপদেষ্টা পদে এমপিরা থাকবেন না।
৫০ হাজারের কম জনসংখ্যার পৌরসভাগুলোকে বিলুপ্ত করে ইউনিয়নের সঙ্গে একীভূত করার প্রস্তাব দিয়েছে কমিশন। কমিশনের মতে, এসব পৌরসভা দলীয় নেতাদের পুনর্বাসনের জন্য গঠিত হয়েছে এবং এদের বেশিরভাগই আর্থিক সংকটে জর্জরিত।
নির্বাচনে অতিরিক্ত ব্যয় কমাতে সব স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে আয়োজনের সুপারিশ করা হয়েছে। ২০২১-২০২৪ সালের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচন কমিশনের ব্যয় হয়েছে প্রায় ২৩ হাজার কোটি টাকা। একসঙ্গে নির্বাচন করলে এই ব্যয় কমিয়ে ৬০০ কোটি টাকায় আনা সম্ভব হতো। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধের প্রস্তাবও রাখা হয়েছে।