ভালুকায় গৃহবধূ ও দুই সন্তান হত্যা: প্রধান আসামি দেবর নজরুল গ্রেপ্তার

- আপডেট সময় ০৭:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 2
ময়মনসিংহের ভালুকায় গৃহবধূ ও তার দুই শিশুসন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক থাকা এই আসামিকে গাজীপুর জেলার জয়দেবপুর রেলস্টেশন থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে ভালুকা মডেল থানার একটি টিম জয়দেবপুর রেলস্টেশন প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে নজরুলকে গ্রেপ্তার করে। সে সময় ট্রেনযোগে পালানোর জন্য অপেক্ষা করছিলেন তিনি। গ্রেপ্তারের পর নজরুলকে ময়মনসিংহে নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর ভাই জহিরুল ইসলাম ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নজরুল ইসলামকে প্রধান আসামি করা হয়।
উল্লেখ্য, গতকাল (১৪ জুলাই) ভালুকা পৌর শহরের একটি ভাড়া বাসায় রাতের কোনো এক সময়ে খুন হন পোশাক শ্রমিক রফিক উদ্দিনের স্ত্রী ময়না (২৮), তার ছয় বছরের মেয়ে সায়মা এবং দুই বছরের ছেলে নিরব।
ভোরে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা সন্দেহ প্রকাশ করেন। পরে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। তিনজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কোনো নির্দিষ্ট কারণ নিয়ে মন্তব্য করছে না।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি বিষয়গুলো তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে।”
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যার নেপথ্যে প্রকৃত কারণ জানতে পুলিশের পক্ষ থেকে গভীর তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।