০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

শিক্ষার্থীদের পানির বোতল ছোঁড়া ঘটনায় হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফ মাহমুদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 80

ছবি সংগৃহীত

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর শিক্ষার্থীদের পানির বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৪ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে খুবই হতাশ হয়েছি। ভাই তো চাইলে বলতেই পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের আওতার বিষয় নয়’—এড়িয়ে যেতে পারতেন।”

তিনি বলেন, “সরকারে আমাদের প্রত্যেকের নির্ধারিত দায়িত্ব রয়েছে। দাফতরিক দায়িত্ব ছাড়াও অনেক বাড়তি বিষয়েও আমাদের কাজ করতে হয়। তারপরও, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, আন্দোলন বা যৌক্তিক দাবি নিয়ে আমরা চেষ্টা করি সমাধানের পথ খুঁজে পেতে। অনেক সময় অন্য মন্ত্রণালয়ের বিষয়েও সমঝোতার সেতু তৈরি করার চেষ্টা করি।”

আসিফ মাহমুদ আরও লিখেন, “আজকের সোহরাওয়ার্দী উদ্যান সংক্রান্ত বিষয়টি আমার সরাসরি দায়িত্ব নয়। তবুও দায়িত্ববোধ থেকেই আমি উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন। সে সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় শিক্ষার্থীদের একাংশ পানির বোতল ছুড়ে মারেন। হঠাৎ এই পরিস্থিতিতে কথা শেষ না করেই মাহফুজ আলম ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অনভিপ্রেত ও অশোভন আচরণ হিসেবে দেখছেন। বিশেষ করে যিনি শিক্ষার্থীদের দাবি শুনতে এসেছেন, তার সঙ্গে এমন আচরণ দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।

এই পরিস্থিতিতে সরকারের একাধিক উপদেষ্টার দায়িত্বশীল অবস্থান ও আন্তরিক প্রচেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপের বার্তা বহন করছে। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের পানির বোতল ছোঁড়া ঘটনায় হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফ মাহমুদের

আপডেট সময় ১১:০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর শিক্ষার্থীদের পানির বোতল নিক্ষেপের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১৪ মে) রাতে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেন, “কয়েক ঘণ্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল, তাতে খুবই হতাশ হয়েছি। ভাই তো চাইলে বলতেই পারতেন, ‘এটা আমার মন্ত্রণালয়ের আওতার বিষয় নয়’—এড়িয়ে যেতে পারতেন।”

তিনি বলেন, “সরকারে আমাদের প্রত্যেকের নির্ধারিত দায়িত্ব রয়েছে। দাফতরিক দায়িত্ব ছাড়াও অনেক বাড়তি বিষয়েও আমাদের কাজ করতে হয়। তারপরও, শিক্ষার্থীদের যেকোনো সমস্যা, আন্দোলন বা যৌক্তিক দাবি নিয়ে আমরা চেষ্টা করি সমাধানের পথ খুঁজে পেতে। অনেক সময় অন্য মন্ত্রণালয়ের বিষয়েও সমঝোতার সেতু তৈরি করার চেষ্টা করি।”

আসিফ মাহমুদ আরও লিখেন, “আজকের সোহরাওয়ার্দী উদ্যান সংক্রান্ত বিষয়টি আমার সরাসরি দায়িত্ব নয়। তবুও দায়িত্ববোধ থেকেই আমি উদ্যোগ নিয়েছি।”

উল্লেখ্য, বুধবার রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন। সে সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় শিক্ষার্থীদের একাংশ পানির বোতল ছুড়ে মারেন। হঠাৎ এই পরিস্থিতিতে কথা শেষ না করেই মাহফুজ আলম ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অনভিপ্রেত ও অশোভন আচরণ হিসেবে দেখছেন। বিশেষ করে যিনি শিক্ষার্থীদের দাবি শুনতে এসেছেন, তার সঙ্গে এমন আচরণ দুঃখজনক বলে মন্তব্য করেছেন অনেকে।

এই পরিস্থিতিতে সরকারের একাধিক উপদেষ্টার দায়িত্বশীল অবস্থান ও আন্তরিক প্রচেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপের বার্তা বহন করছে। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।