ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ডিএসইতে সূচক ও লেনদেনে চাঙ্গাভাব, আট মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: র‍্যাবের অভিযানে ঘাতক চালক গ্রেপ্তার ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর জুবায়দুর রহমান টেকনাফে ৩ লাখ টাকার মাছসহ অবৈধ ট্রলিং বোট জব্দ, জরিমানা ৬.৬৩ লাখ টাকা বঙ্গপসাগর থেকে ১৮ জন অসহায় জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগে চীন, উদ্বিগ্ন ভাটির দেশগুলো গণমাধ্যম কর্মীদের জন্য ইসির নানা শর্ত গুলিস্তানে ককটেলসহ গ্রেপ্তার ২ নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করায় রাজনীতি : মীর্জ ফখরুল প্রফেসর আবুল বারকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 111

ছবি সংগৃহীত

 

২০২৫ সালের পবিত্র হজ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৯ এপ্রিল। এদিন প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। চলতি বছর হজের খরচ আগের তুলনায় এক লাখ টাকারও বেশি কমানো হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে খরচ পড়বে প্যাকেজ-১-এ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

বাংলাদেশ থেকে এবার হজে অংশ নেবেন মোট ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকবেন ৫,২০০ জন এবং বাকি ৮১,৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ফ্লাইট ও যাত্রী ব্যবস্থাপনায় এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ঢাকাসহ জেদ্দা ও মদিনায় হজ অফিসগুলোতে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে, যা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

অন্যদিকে, হজ মৌসুম শুরুর আগে সৌদি আরব নির্ধারণ করেছে ওমরাহ যাত্রীদের দেশ ছাড়ার সময়সীমা। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে। আর ওমরাহ পালনের জন্য সৌদি প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল।

যেসব এজেন্সি এই সময়সীমা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। সেইসঙ্গে যাত্রীরা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তাদের বিরুদ্ধেও ভিসা লঙ্ঘনের অভিযোগে শাস্তি কার্যকর করা হবে।

সৌদি সরকার জানিয়েছে, হজের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমরাহ যাত্রী ও সংশ্লিষ্ট সকল এজেন্সিকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

২০২৫ সালের হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

আপডেট সময় ০৯:৪০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

২০২৫ সালের পবিত্র হজ কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৯ এপ্রিল। এদিন প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইটের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। চলতি বছর হজের খরচ আগের তুলনায় এক লাখ টাকারও বেশি কমানো হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে খরচ পড়বে প্যাকেজ-১-এ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২-এ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

বাংলাদেশ থেকে এবার হজে অংশ নেবেন মোট ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকবেন ৫,২০০ জন এবং বাকি ৮১,৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। হজ ফ্লাইট ও যাত্রী ব্যবস্থাপনায় এবার আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ঢাকাসহ জেদ্দা ও মদিনায় হজ অফিসগুলোতে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, হিজরি ১৪৪৬ সনের ৯ জিলহজ, অর্থাৎ আগামী ৪ বা ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে, যা চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

অন্যদিকে, হজ মৌসুম শুরুর আগে সৌদি আরব নির্ধারণ করেছে ওমরাহ যাত্রীদের দেশ ছাড়ার সময়সীমা। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, বিদেশি ওমরাহ যাত্রীদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি আরব ত্যাগ করতে হবে। আর ওমরাহ পালনের জন্য সৌদি প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল।

যেসব এজেন্সি এই সময়সীমা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। সেইসঙ্গে যাত্রীরা নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে তাদের বিরুদ্ধেও ভিসা লঙ্ঘনের অভিযোগে শাস্তি কার্যকর করা হবে।

সৌদি সরকার জানিয়েছে, হজের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওমরাহ যাত্রী ও সংশ্লিষ্ট সকল এজেন্সিকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।