হজ ব্যবস্থাপনায় গাফিলতি: ৯ এজেন্সির কারণে ৩৬৮ হজযাত্রী অনিশ্চয়তায়

- আপডেট সময় ০৫:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৫১৫ বার পড়া হয়েছে
প্রতি বছর পবিত্র হজ পালনের জন্য লাখো ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের মক্কা-মদিনায় ছুটে যান। বাংলাদেশ থেকেও প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এই মহত্ আয়োজনের। তবে চলতি বছর কিছু এজেন্সির দায়িত্বে অবহেলার কারণে বিপাকে পড়েছেন শত শত হজযাত্রী।
সরকারি তথ্যানুসারে, দেশের ৯টি হজ এজেন্সি যথাসময়ে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া ও যাত্রী পরিবহন সংক্রান্ত চুক্তি সম্পন্ন করেনি। ফলে ২০২৫ সালের হজে অংশগ্রহণকারী ৩৬৮ জন যাত্রীর হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট ৯ এজেন্সির কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭ এপ্রিলের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা গেছে, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের নেতৃত্বে থাকা ৯টি অংশীদার এজেন্সির নাম হলো কালকিনি হজ ট্রাভেলস, মিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, কে জি প্রগতি এয়ার সার্ভিস, ইউসুফ এয়ার ইন্টারন্যাশনাল, আদিল ওভারসিজ, আহনাফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল কাবা ইন্টারন্যাশনাল, আল মুজিব কর্পোরেশন ও মুশাররফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
ধর্ম মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যদি কোনো যাত্রী এই অব্যবস্থাপনার কারণে হজে যেতে না পারেন, তবে সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে।
এদিকে, রোববার কক্সবাজারের রামু মডেল মসজিদ পরিদর্শনে গিয়ে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, “হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সরকার বরদাশত করবে না। দুর্নীতির অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে এবার হজে অংশ নেবেন ৮৭ হাজার ১০০ জন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।