০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

বড় ধরনের অপরাধ বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই: প্রেস উইং

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 153

ছবি সংগৃহীত

 

 

চলতি বছরে দেশে অপরাধের হার বেড়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞাপন

আজ সোমবার এক বিবৃতিতে প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা মোটামুটি স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় কোনো উল্লম্ফনের চিহ্ন মেলেনি।

প্রেস উইংয়ের মতে, বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার হয় কমেছে, নয়তো আগের পর্যায়েই রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির ইঙ্গিত মিলেছে, যা স্বাভাবিক পরিসরের মধ্যেই পড়ে।

নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অপরাধ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

প্রেস উইং আরও যোগ করে, “অপরাধের হার বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত ও স্থিতিশীল রয়েছে। সমাজে অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে হবে।”

সরকারি পক্ষের এই অবস্থান প্রকাশের মধ্য দিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা প্রশমিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

নিউজটি শেয়ার করুন

বড় ধরনের অপরাধ বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই: প্রেস উইং

আপডেট সময় ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

 

 

চলতি বছরে দেশে অপরাধের হার বেড়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে এই দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞাপন

আজ সোমবার এক বিবৃতিতে প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ের সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন অভিযোগের পেছনে কোনো শক্ত ভিত্তি নেই।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা মোটামুটি স্থিতিশীল রয়েছে। পরিসংখ্যানে বড় কোনো উল্লম্ফনের চিহ্ন মেলেনি।

প্রেস উইংয়ের মতে, বাস্তবে বেশির ভাগ গুরুতর অপরাধের হার হয় কমেছে, নয়তো আগের পর্যায়েই রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে সামান্য বৃদ্ধির ইঙ্গিত মিলেছে, যা স্বাভাবিক পরিসরের মধ্যেই পড়ে।

নাগরিকদের উদ্দেশে বিবৃতিতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অপরাধ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

প্রেস উইং আরও যোগ করে, “অপরাধের হার বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রিত ও স্থিতিশীল রয়েছে। সমাজে অযথা আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে হবে।”

সরকারি পক্ষের এই অবস্থান প্রকাশের মধ্য দিয়ে জনমনে তৈরি হওয়া উদ্বেগ কিছুটা প্রশমিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।