০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হচ্ছে রোববার: চিফ প্রসিকিউটর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 131

ছবি: সংগৃহীত

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে আগামীকাল রোববার এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, “আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই আলোচনার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংস্থা ‘অধিকার’। ১৭ থেকে ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন করা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ আখ্যা দিয়ে তাজুল ইসলাম বলেন, “এই বিচারপ্রক্রিয়ায় ডিসেম্বরের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন সবাই।”

তিনি জানান, বিচার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এরই মধ্যে ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। এসব ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী জুন মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

চিফ প্রসিকিউটর বলেন, “বিচারপ্রক্রিয়ায় যেসব বাধা ছিল, তার অনেকটাই এখন কেটে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধের কাঠামো এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পেরেছে। তবে যেসব ব্যক্তিরা সরাসরি গুমের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিচার যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হয়, মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় এবং বিচারের নামে যেন কোনো অবিচার না হয় এই বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক। অতীতে যে ভুলগুলো হয়েছে, সেগুলো যেন আর না হয়, সেই দিকেও আমাদের বিশেষ নজর রয়েছে।”

আলোচনায় উপস্থিত অন্যান্য বক্তারাও গুমের ঘটনায় দ্রুত বিচার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই ধরনের বিচারিক পদক্ষেপ গুমের মতো গুরুতর অপরাধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল হচ্ছে রোববার: চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৪:৩৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে আগামীকাল রোববার এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, “আমরা বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।”

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে ‘গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই আলোচনার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংস্থা ‘অধিকার’। ১৭ থেকে ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক গুম সপ্তাহ পালন করা হয়।

বিজ্ঞাপন

আলোচনায় শেখ হাসিনাকে ‘গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস’ আখ্যা দিয়ে তাজুল ইসলাম বলেন, “এই বিচারপ্রক্রিয়ায় ডিসেম্বরের মধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবেন সবাই।”

তিনি জানান, বিচার কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এরই মধ্যে ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত শেষ হয়েছে। এসব ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী জুন মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।

চিফ প্রসিকিউটর বলেন, “বিচারপ্রক্রিয়ায় যেসব বাধা ছিল, তার অনেকটাই এখন কেটে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অপরাধের কাঠামো এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে পেরেছে। তবে যেসব ব্যক্তিরা সরাসরি গুমের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিচার যেন আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে হয়, মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় এবং বিচারের নামে যেন কোনো অবিচার না হয় এই বিষয়ে আমরা অত্যন্ত সতর্ক। অতীতে যে ভুলগুলো হয়েছে, সেগুলো যেন আর না হয়, সেই দিকেও আমাদের বিশেষ নজর রয়েছে।”

আলোচনায় উপস্থিত অন্যান্য বক্তারাও গুমের ঘটনায় দ্রুত বিচার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই ধরনের বিচারিক পদক্ষেপ গুমের মতো গুরুতর অপরাধ বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।