সৌদি সরকারের নতুন নির্দেশনা: এবার হজ পালনে কড়াকড়ি শর্ত
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র হজ পালনের জন্য নতুন কিছু শর্ত ও বিধিনিষেধ জারি করেছে। দেশটির নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে এসব নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, যারা আগে কখনো হজ পালন করেননি, তারা এবার রেজিস্ট্রেশনে অগ্রাধিকার পাবেন। তবে হজযাত্রীদের গাইডদের ক্ষেত্রে এ শর্ত শিথিল থাকবে।
রেজিস্ট্রেশনের জন্য সৌদি নাগরিকদের ন্যাশনাল আইডি ও প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ অন্তত জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত বৈধ থাকতে হবে। ভুল তথ্য প্রদান করলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।
হজের আনুষ্ঠানিকতা শুরুর পর কেউ যদি হজে অংশগ্রহণ না করেন, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।
সৌদি সরকার জানায়, হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। পবিত্র স্থানগুলোতে চলাচল, অবস্থান এবং জড়ো হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা বাধ্যতামূলক। নিয়ম লঙ্ঘন করলে শাস্তির মুখোমুখি হতে হবে।
নতুন নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই প্রত্যেক হজযাত্রীকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।