বিদ্যুৎ সংকটে সরকারি কর্মীদের কাজের সময় ৪ ঘন্টা কমাল ভেনিজুয়েলা

- আপডেট সময় ০৪:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 26
ভয়াবহ খরা আর বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির মুখে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভেনিজুয়েলা সরকার। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশটির সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে মাত্র তিন দিন অর্ধদিবস কাজ করার নির্দেশ জারি করা হয়েছে। সোমবার থেকে নতুন এই সময়সূচি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থার ওপর এই চাপ সামাল দিতেই সরকারি কর্মঘণ্টা কমানোর পথ বেছে নিয়েছে সরকার। নাগরিকদেরও বাসাবাড়িতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
ভেনিজুয়েলার বিদ্যুৎ উৎপাদনের সিংহভাগই জলবিদ্যুৎকেন্দ্র নির্ভর। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মিলে বিদ্যুৎ সরবরাহে দেশটি এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ছে, যার প্রভাব পড়ছে আমাদের জলবায়ুতে। এই জলবায়ুগত সংকটের কারণে আমরা এক জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’
উল্লেখযোগ্য যে, গত দেড় দশক ধরেই ভেনিজুয়েলার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ রেশনিং চালু রয়েছে। ২০১৯ সালের পর থেকে বিদ্যুৎ বিভ্রাট আরও ঘন ঘন এবং দীর্ঘ সময়ের জন্য ঘটছে। সরকারের দাবি, এতে কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পিত নাশকতাও দায়ী।
বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ সংকট ভেনিজুয়েলার অর্থনৈতিক দুরবস্থাকে আরও ঘনীভূত করছে। জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
এই সংকট থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিকল্প জ্বালানি উৎসে বিনিয়োগ ছাড়া তাত্ক্ষণিক সমাধানের কোনো পথ নেই বলেও মত দিয়েছেন পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা।
ভেনিজুয়েলার এই পদক্ষেপ বিশ্বব্যাপী জলবায়ু সংকটের বাস্তবতাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো।