ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
শান্তি আলোচনার মধ্যেই রক্তাক্ত লড়াই: ইউক্রেন-রাশিয়া হামলা-পাল্টা হামলায় হতাহতের মিছিল জাতীয় নির্বাচনের আগে ৯ দফা সংস্কারে ইসির দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেন ইসি সচিব ঈদে বাড়বে যৌথবাহিনীর তৎপরতা, অপরাধ দমনে জিরো টলারেন্সে থাকবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা শীর্ষ বৈঠকের সম্ভাবনা, ইউনূস-মোদি বৈঠকে ঢাকার আগ্রহ, দিল্লির সাড়া প্রতীক্ষায়: পররাষ্ট্রসচিব স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা  বাংলাদেশে আসছে ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে স্টারলিংক ইন্টারনেট: বাণিজ্যিক সম্প্রচারে বড় অগ্রগতি জীবদ্দশায় জাতীয় পুরস্কার প্রদানের নিয়ম চালু করার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান  গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরাসহ দুই সাংবাদিক নিহত: জিএমওর তীব্র নিন্দা ভুতুড়ে টিআরপিতে বিপাকে টিভি চ্যানেল, জবাবদিহির দাবি গণমাধ্যম কমিশনের তামিম ইকবাল ভাল আছেন, শঙ্কা কিছুটা কমলেও সতর্ক থাকতে বললেন চিকিৎসকেরা

৫ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই কিউইদের কাছে রেকর্ড ব্যবধানে হারল পাকিস্তান

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

 

নিউজিল্যান্ডে স্বপ্ন দেখা শুরু করেছিল পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জয় এনে সিরিজে ফিরেছিল তারা। কিন্তু সেই স্বপ্ন যেন চতুর্থ ম্যাচেই দুঃস্বপ্নে রূপ নিল। মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের ২২১ রানের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ১১৫ রানের বিশাল ব্যবধানে হেরে পাঁচ ম্যাচের সিরিজ হাতছাড়া হয়েছে বাবর আজমদের ৩-১ ব্যবধানে এগিয়ে এখন কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে টি-টোয়েন্টি পরাজয়। আগের রেকর্ড ছিল ২০১৬ সালে, ওয়েলিংটনে ৯৫ রানে হারের।

এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু পায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও টিম সেইফার্ট ৪.১ ওভারে গড়েন ৫৯ রানের জুটি। সেইফার্ট ৪৪ রানে আউট হলেও অ্যালেন মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করে ম্যাচসেরা হন। পরে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ৪৬ রানের দারুণ ইনিংসে পাহাড়সম স্কোর দাঁড় করায় স্বাগতিকরা।

বিপরীতে লক্ষ্য তাড়ায় নেমেই ধস নামে পাকিস্তান ব্যাটিংয়ে। দলীয় ৮ রানে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ ফিরে গেলে শুরু হয় বিপর্যয়। আগের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির নায়ক হাসান এদিন ফিরেছেন মাত্র ১ রানে, হারিসও বেশিক্ষণ টিকেননি। একপর্যায়ে ৫৬ রানে ৮ উইকেট হারিয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগায় পাকিস্তান।

প্রথম ম্যাচে ৯১ রানে গুটিয়ে যাওয়ার ইতিহাস পুনরাবৃত্তির পথে থাকলেও আব্দুল সামাদের ৪৪ রানের ইনিংসে কিছুটা লড়াইয়ের ছাপ রাখে সফরকারীরা। তবে শেষ পর্যন্ত সেটিও যথেষ্ট ছিল না।

নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে দারুণ ছিলেন জ্যাকব ডাফি (৪ উইকেট) ও জাকারি ফোকস (৩ উইকেট)। তাদের দুর্দান্ত বোলিংয়েই পাকিস্তানকে স্বপ্নভঙ্গের স্বাদ নিতে হয়।

শেষ ম্যাচে এখন সিরিজের পরিসমাপ্তি ঘটবে। তবে পাকিস্তানকে ভাবতে হবে, দুর্দান্ত এক জয়ের পর এমন ভঙ্গুর আত্মসমর্পণ কেন?

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
৫০৫ বার পড়া হয়েছে

৫ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই কিউইদের কাছে রেকর্ড ব্যবধানে হারল পাকিস্তান

আপডেট সময় ০৫:৩৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

 

 

নিউজিল্যান্ডে স্বপ্ন দেখা শুরু করেছিল পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড রান তাড়া করে জয় এনে সিরিজে ফিরেছিল তারা। কিন্তু সেই স্বপ্ন যেন চতুর্থ ম্যাচেই দুঃস্বপ্নে রূপ নিল। মাউন্ট মঙ্গানুইয়ে স্বাগতিকদের ২২১ রানের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের কাছে ১১৫ রানের বিশাল ব্যবধানে হেরে পাঁচ ম্যাচের সিরিজ হাতছাড়া হয়েছে বাবর আজমদের ৩-১ ব্যবধানে এগিয়ে এখন কিউইরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় ব্যবধানে টি-টোয়েন্টি পরাজয়। আগের রেকর্ড ছিল ২০১৬ সালে, ওয়েলিংটনে ৯৫ রানে হারের।

এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু পায় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও টিম সেইফার্ট ৪.১ ওভারে গড়েন ৫৯ রানের জুটি। সেইফার্ট ৪৪ রানে আউট হলেও অ্যালেন মাত্র ২০ বলে অর্ধশতক পূর্ণ করে ম্যাচসেরা হন। পরে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলের ৪৬ রানের দারুণ ইনিংসে পাহাড়সম স্কোর দাঁড় করায় স্বাগতিকরা।

বিপরীতে লক্ষ্য তাড়ায় নেমেই ধস নামে পাকিস্তান ব্যাটিংয়ে। দলীয় ৮ রানে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজ ফিরে গেলে শুরু হয় বিপর্যয়। আগের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির নায়ক হাসান এদিন ফিরেছেন মাত্র ১ রানে, হারিসও বেশিক্ষণ টিকেননি। একপর্যায়ে ৫৬ রানে ৮ উইকেট হারিয়ে ১০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগায় পাকিস্তান।

প্রথম ম্যাচে ৯১ রানে গুটিয়ে যাওয়ার ইতিহাস পুনরাবৃত্তির পথে থাকলেও আব্দুল সামাদের ৪৪ রানের ইনিংসে কিছুটা লড়াইয়ের ছাপ রাখে সফরকারীরা। তবে শেষ পর্যন্ত সেটিও যথেষ্ট ছিল না।

নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে দারুণ ছিলেন জ্যাকব ডাফি (৪ উইকেট) ও জাকারি ফোকস (৩ উইকেট)। তাদের দুর্দান্ত বোলিংয়েই পাকিস্তানকে স্বপ্নভঙ্গের স্বাদ নিতে হয়।

শেষ ম্যাচে এখন সিরিজের পরিসমাপ্তি ঘটবে। তবে পাকিস্তানকে ভাবতে হবে, দুর্দান্ত এক জয়ের পর এমন ভঙ্গুর আত্মসমর্পণ কেন?