পুতিনের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ জেলেনস্কির, জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা

- আপডেট সময় ১০:৪৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 42
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে দেওয়া প্রতিশ্রুতি অমান্য করে রাশিয়া আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন তিনি।
ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার পর পুতিন বলেছিলেন যে, তিনি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের নির্দেশ দেবেন। কিন্তু বাস্তবে ঘটেছে তার বিপরীত। মঙ্গলবার রাতে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ভয়াবহ হামলা চালানো হয়, যেখানে প্রায় ১৫০টি ড্রোন ব্যবহার করা হয়েছে।
এই হামলায় জ্বালানি অবকাঠামোর পাশাপাশি হাসপাতাল ও পরিবহন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার উদ্দেশ্য পরিষ্কার ইউক্রেনকে দুর্বল করে দেওয়া, যাতে আন্তর্জাতিক সহযোগিতা বন্ধ হয়ে যায় এবং দেশটি রক্ষাহীন হয়ে পড়ে।
গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করতে চায় মস্কো, এমন অভিযোগ তুলে তিনি বলেন, ইউক্রেনের জনগণ যাতে আগেভাগে হামলার সতর্কবার্তা পেয়ে নিরাপদ আশ্রয়ে যেতে না পারে, সেজন্য রাশিয়া সব ধরনের তথ্য প্রবাহ বাধাগ্রস্ত করতে চাইছে।
পুতিন সত্যিই যদি শান্তি চান, তাহলে ইউক্রেনের সামরিক বাহিনীকে দুর্বল করার এই প্রচেষ্টা কেন? এমন প্রশ্ন রাখেন জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়া বরাবরই আগ্রাসনের পথ বেছে নিয়েছে, অথচ ইউক্রেন কেবল নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে।
ন্যাটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু ইউক্রেনের নয়, পুরো ন্যাটোর শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হবে। যদিও ন্যাটোতে যোগ দেওয়া সহজ হবে না, তবে ইউক্রেনের সেনাবাহিনী আধুনিক যুদ্ধের অন্যতম শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, এই যুদ্ধে ইউক্রেন হারবে না, জয়ই হবে একমাত্র পথ।