ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

ইতিবাচক সাড়া দিলেও পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 21

ছবি সংগৃহীত

 

ইউক্রেনে সাময়িক যুদ্ধ বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত যুদ্ধ চালিয়ে যেতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির বিশ্লেষণে এ কথা উঠে এসেছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে পুতিন ট্রাম্পকে সরাসরি যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার কথা বলতে ভয় পাচ্ছেন।

রুশ-ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। যদিও রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু এর কার্যকর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন। এই অবস্থায় জেলেনস্কি দাবি করেছেন যে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন।

জেলেনস্কি বলেন, “পুতিন প্রায়ই সরাসরি না বলে এমন কিছু করেন, যা বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।” তিনি আরও বলেন, “আসলে উনি যুদ্ধ চালিয়ে যেতে চান এবং ইউক্রেনের বাসিন্দাদের হত্যা করতে চান, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে এ কথা বলতে ভয় পাচ্ছেন।”

গত তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ সেনারা ইউক্রেনে প্রবেশ করছে এবং বর্তমানে তারা দেশটির এক-পঞ্চমাংশ এলাকা দখল করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তিনি যুদ্ধ থামাতে চান। বুধবার তিনি হোয়াইট হাউসে জানান, আমেরিকা ৩০ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তাতে রাশিয়া রাজি হবে বলেই তার আশা। যদি তারা রাজি না হয়, তাহলে রাশিয়া অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। ইউক্রেন ইতোমধ্যে এই প্রস্তাব সমর্থনের কথা জানিয়েছে।

এদিকে, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করতে মস্কোয় রয়েছেন। অন্যদিকে, ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ‘অসম্পূর্ণ’ বলে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ইতিবাচক সাড়া দিলেও পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা

আপডেট সময় ০৩:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

 

ইউক্রেনে সাময়িক যুদ্ধ বন্ধের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত যুদ্ধ চালিয়ে যেতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির বিশ্লেষণে এ কথা উঠে এসেছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে পুতিন ট্রাম্পকে সরাসরি যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার কথা বলতে ভয় পাচ্ছেন।

রুশ-ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতি হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। যদিও রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু এর কার্যকর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন। এই অবস্থায় জেলেনস্কি দাবি করেছেন যে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন।

জেলেনস্কি বলেন, “পুতিন প্রায়ই সরাসরি না বলে এমন কিছু করেন, যা বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।” তিনি আরও বলেন, “আসলে উনি যুদ্ধ চালিয়ে যেতে চান এবং ইউক্রেনের বাসিন্দাদের হত্যা করতে চান, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে এ কথা বলতে ভয় পাচ্ছেন।”

গত তিন বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ সেনারা ইউক্রেনে প্রবেশ করছে এবং বর্তমানে তারা দেশটির এক-পঞ্চমাংশ এলাকা দখল করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে তিনি যুদ্ধ থামাতে চান। বুধবার তিনি হোয়াইট হাউসে জানান, আমেরিকা ৩০ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে, তাতে রাশিয়া রাজি হবে বলেই তার আশা। যদি তারা রাজি না হয়, তাহলে রাশিয়া অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। ইউক্রেন ইতোমধ্যে এই প্রস্তাব সমর্থনের কথা জানিয়েছে।

এদিকে, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করতে মস্কোয় রয়েছেন। অন্যদিকে, ট্রাম্প রুশ প্রেসিডেন্টের বক্তব্যকে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ‘অসম্পূর্ণ’ বলে উল্লেখ করেছেন।