ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দুই বিভাগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্টে’, অবস্থা আরো অবনতির পথে রংপুরে একযুগ পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আ. লীগের দুই সাবেক এমপির নামে মামলা বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ সিগারেটের ব্যবহার কমানোর জন্য ট্যাক্স বাড়ানো যথেষ্ট নয়: শফিকুল আলম শাহবাগীদের কারণে ‘গডমাদার অফ ফ্যাসিজম’ হলেন হাসিনা: শিবির সভাপতি ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪ চাঁদপুরের কচুয়ায় ভূমিদস্যু এনামুল হকের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন হাইকোর্টের রায়: এমবিবিএস ও বিডিএস ছাড়া ‘ডাক্তার’ পদবি ব্যবহার নিষিদ্ধ পাকিস্তানে ট্রেন অভিযানে এখন পর্যন্ত ২৭ সশস্ত্র ব্যক্তি নিহত, সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত

বেলুচিস্তানে ট্রেনে সশস্ত্র হামলা: নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ যাত্রী উদ্ধার, নিহত ১৩

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকায় যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করেছিল সশস্ত্র গোষ্ঠী। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা চালায় নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বোলান পাসের ধাদার এলাকায় ট্রেনটি থামিয়ে যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা এবং নারী-শিশুসহ বহু যাত্রীকে জিম্মি করে।

নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করলে সশস্ত্র গোষ্ঠীটি ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে। রেডিও পাকিস্তান জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১১ জন শিশু রয়েছে। নিরাপত্তা বাহিনী বাকি যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

জিও নিউজের এক সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, দুর্গম এলাকায় ট্রেনটি জিম্মি করার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে কিছু যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। তবে কতজনকে মুক্তি দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। তিনি আরও জানান, সন্ত্রাসীরা কিছু যাত্রীকে পাহাড়ি এলাকায় নিয়ে গেছে এবং নারী-শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে, যা উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে।

নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালেই ট্রেনের ৮ নম্বর টানেলের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাহিনীর অতিরিক্ত সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে এবং জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে। ইতিমধ্যে আহত যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃতদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, রেলপথের গুরুত্বপূর্ণ অংশে এমন সন্ত্রাসী হামলা নিরাপত্তার জন্য বড় হুমকি। রেলওয়ে নিয়ন্ত্রক মুহাম্মদ কাশিফ বলেন, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল এবং হামলাকারীরা সেটি টানেলের মধ্যে থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করেছিল।

সরকারি বাহিনী সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলা বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলা বিচ্ছিন্নতাবাদী সহিংসতারই অংশ, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র আকার ধারণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
৫০৮ বার পড়া হয়েছে

বেলুচিস্তানে ট্রেনে সশস্ত্র হামলা: নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮০ যাত্রী উদ্ধার, নিহত ১৩

আপডেট সময় ১০:৫১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

 

পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকায় যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করেছিল সশস্ত্র গোষ্ঠী। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ৮০ জনকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৩ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলা চালায় নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বোলান পাসের ধাদার এলাকায় ট্রেনটি থামিয়ে যাত্রীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা এবং নারী-শিশুসহ বহু যাত্রীকে জিম্মি করে।

নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করলে সশস্ত্র গোষ্ঠীটি ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে। রেডিও পাকিস্তান জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী ও ১১ জন শিশু রয়েছে। নিরাপত্তা বাহিনী বাকি যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে।

জিও নিউজের এক সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, দুর্গম এলাকায় ট্রেনটি জিম্মি করার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে কিছু যাত্রীকে ছেড়ে দেওয়া হয়। তবে কতজনকে মুক্তি দেওয়া হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। তিনি আরও জানান, সন্ত্রাসীরা কিছু যাত্রীকে পাহাড়ি এলাকায় নিয়ে গেছে এবং নারী-শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে, যা উদ্ধার অভিযানকে আরও কঠিন করে তুলেছে।

নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালেই ট্রেনের ৮ নম্বর টানেলের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাহিনীর অতিরিক্ত সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে এবং জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে। ইতিমধ্যে আহত যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং উদ্ধারকৃতদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ জানিয়েছেন, রেলপথের গুরুত্বপূর্ণ অংশে এমন সন্ত্রাসী হামলা নিরাপত্তার জন্য বড় হুমকি। রেলওয়ে নিয়ন্ত্রক মুহাম্মদ কাশিফ বলেন, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল এবং হামলাকারীরা সেটি টানেলের মধ্যে থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করেছিল।

সরকারি বাহিনী সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই হামলা বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে চলা বিচ্ছিন্নতাবাদী সহিংসতারই অংশ, যা সাম্প্রতিক সময়ে আরও তীব্র আকার ধারণ করেছে।