০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

সিরিয়ায় নতুন চুক্তি: কুর্দি প্রশাসনের সঙ্গে একীভূত হচ্ছে জাতীয় সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / 67

ছবি সংগৃহীত

 

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দি-অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছেন। সোমবার রাজধানী দামেস্কে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট শারা ঘোষণা করেছেন, নতুন সরকার সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যকারিতা কমিয়ে এনে পুরো দেশকে জাতীয় সরকারের আওতায় আনতে চায়।

আসাদ সরকারের পতনের পরবর্তী চ্যালেঞ্জ

দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি সিরিয়ার উপকূলীয় অঞ্চলে বসবাসরত আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের ওপর একাধিক সহিংস হামলার ঘটনা ঘটেছে। তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে এবং গণহারে হত্যা করা হচ্ছে। এই সহিংসতা সিরিয়ার নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আলাউইতদের ওপর নৃশংসতার খবর প্রকাশের কয়েক দিনের মধ্যে এসডিএফের সঙ্গে চুক্তির ঘোষণা আসে, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

চুক্তির মূল বিষয়বস্তু

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে চুক্তির সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলে থাকা সব বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানকে জাতীয় প্রশাসনের অধীনে আনা হবে। এর মধ্যে সীমান্ত চৌকি, বিমানবন্দর, তেল ও গ্যাসক্ষেত্রও অন্তর্ভুক্ত থাকবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট শারা এবং এসডিএফ নেতা মাজলুম আবদি করমর্দন করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘কুর্দি সম্প্রদায় সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং তাদের নাগরিকত্বসহ সাংবিধানিক সব অধিকার নিশ্চিত করা হবে।’ একইসঙ্গে বিভাজন, ঘৃণামূলক বক্তব্য এবং বিভেদ সৃষ্টির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়েছে।

এসডিএফের প্রতিক্রিয়া

আজ মঙ্গলবার এসডিএফ প্রধান মাজলুম আবদি চুক্তি প্রসঙ্গে বলেছেন, এটি নতুন এক সিরিয়া গঠনের ঐতিহাসিক সুযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা এমন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সিরিয়ার সব মানুষের অধিকার নিশ্চিত করবে এবং শান্তি ও মর্যাদার আকাঙ্ক্ষা পূরণ করবে।’
উল্লেখ্য, এসডিএফ সিরিয়ার ডি ফ্যাক্টো স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের সামরিক বাহিনী হিসেবে কাজ করে এবং দেশটির উত্তর ও পূর্বের বিশাল অংশসহ গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র নিয়ন্ত্রণ করে।

 

নিউজটি শেয়ার করুন

সিরিয়ায় নতুন চুক্তি: কুর্দি প্রশাসনের সঙ্গে একীভূত হচ্ছে জাতীয় সরকার

আপডেট সময় ০৫:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা কুর্দি-অধ্যুষিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনের ঘোষণা দিয়েছেন। সোমবার রাজধানী দামেস্কে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানকে জাতীয় সরকারের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট শারা ঘোষণা করেছেন, নতুন সরকার সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যকারিতা কমিয়ে এনে পুরো দেশকে জাতীয় সরকারের আওতায় আনতে চায়।

আসাদ সরকারের পতনের পরবর্তী চ্যালেঞ্জ

দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি সিরিয়ার উপকূলীয় অঞ্চলে বসবাসরত আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের ওপর একাধিক সহিংস হামলার ঘটনা ঘটেছে। তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে এবং গণহারে হত্যা করা হচ্ছে। এই সহিংসতা সিরিয়ার নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আলাউইতদের ওপর নৃশংসতার খবর প্রকাশের কয়েক দিনের মধ্যে এসডিএফের সঙ্গে চুক্তির ঘোষণা আসে, যা দেশটির রাজনৈতিক ভবিষ্যতের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

চুক্তির মূল বিষয়বস্তু

সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে চুক্তির সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলে থাকা সব বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানকে জাতীয় প্রশাসনের অধীনে আনা হবে। এর মধ্যে সীমান্ত চৌকি, বিমানবন্দর, তেল ও গ্যাসক্ষেত্রও অন্তর্ভুক্ত থাকবে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট শারা এবং এসডিএফ নেতা মাজলুম আবদি করমর্দন করছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘কুর্দি সম্প্রদায় সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং তাদের নাগরিকত্বসহ সাংবিধানিক সব অধিকার নিশ্চিত করা হবে।’ একইসঙ্গে বিভাজন, ঘৃণামূলক বক্তব্য এবং বিভেদ সৃষ্টির প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করার আহ্বান জানানো হয়েছে।

এসডিএফের প্রতিক্রিয়া

আজ মঙ্গলবার এসডিএফ প্রধান মাজলুম আবদি চুক্তি প্রসঙ্গে বলেছেন, এটি নতুন এক সিরিয়া গঠনের ঐতিহাসিক সুযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা এমন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা সিরিয়ার সব মানুষের অধিকার নিশ্চিত করবে এবং শান্তি ও মর্যাদার আকাঙ্ক্ষা পূরণ করবে।’
উল্লেখ্য, এসডিএফ সিরিয়ার ডি ফ্যাক্টো স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসনের সামরিক বাহিনী হিসেবে কাজ করে এবং দেশটির উত্তর ও পূর্বের বিশাল অংশসহ গুরুত্বপূর্ণ তেল ও গ্যাসক্ষেত্র নিয়ন্ত্রণ করে।