মার্কিন সহায়তা বন্ধের ফলে আফ্রিকায় ম্যালেরিয়া মহামারি: বিপদের আশঙ্কা

- আপডেট সময় ০৪:০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / 37
মার্কিন সহায়তা বন্ধের প্রভাব বিশ্বব্যাপী পড়তে শুরু করেছে, এবং আফ্রিকার কিছু অঞ্চলে পরিস্থিতি এখন একেবারে সংকটময়। চলতি মাস থেকেই ম্যালেরিয়া ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে, যা আফ্রিকার অন্যতম ভয়াবহ রোগ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সহায়তা বন্ধের কারণে এ বছর ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর, বাজেট ঘাটতি পূরণের জন্য মার্কিন সহায়তা কার্যক্রম স্থগিত করে দেন। বিশেষজ্ঞদের সতর্কবাণী উপেক্ষা করে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তার এই সিদ্ধান্তের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি আফ্রিকার দেশগুলোতেও দেখা যাচ্ছে।
অপরিশোধিত এই অঞ্চলে, যেখানে স্বাস্থ্য সহায়তার বেশিরভাগ খরচ মার্কিন ত্রাণ সংস্থাগুলির মাধ্যমে চলত, সেখানে বর্তমানে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। ম্যালেরিয়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং মশা নিধন সরঞ্জাম সরবরাহে বড় ধরণের সমস্যা তৈরি হয়েছে।
আফ্রিকার বাসিন্দারা জানাচ্ছেন, ম্যালেরিয়া-বিরোধী কার্যক্রমে এই হঠাৎ পরিবর্তন তাদের জন্য এক ভয়াবহ দুর্যোগে পরিণত হয়েছে। ত্রাণ সহায়তা বন্ধ হওয়ায়, ম্যালেরিয়া-বিরোধী ওষুধ এবং মশা মারার সরঞ্জাম এখন পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না। অঞ্চলটির কর্মকর্তারা বলছেন, আগে প্রতিদিনই যা আমদানি করা হতো, সেই সরবরাহ এখন হ্রাস পেয়েছে, ফলে খুব শীঘ্রই এই অঞ্চলের মানুষগুলোকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এছাড়া, দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসন আফ্রিকার বিভিন্ন দেশে, বিশেষ করে নাইজেরিয়া, কঙ্গো এবং উগান্ডায় ম্যালেরিয়া মোকাবিলায় ইউএসএআইডি’র মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা প্রদান করছিল। কিন্তু সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব এই মাসের শেষে টের পাওয়া যাবে।
বিশ্বব্যাপী ম্যালেরিয়া বিরোধী উদ্যোগে অংশগ্রহণকারী ওয়াশিংটনভিত্তিক সংস্থা “নো মোর ম্যালেরিয়া” সতর্ক করে জানিয়েছে, যদি এই পরিস্থিতি এক বছরও বজায় থাকে, তাহলে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা প্রায় এক লাখ ৭ হাজার বৃদ্ধি পাবে।