০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 59

ছবি সংগৃহীত

 

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে রোজা। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। এ মাসে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করেন। সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হবে তারাবির নামাজ, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।

বিজ্ঞাপন

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো রোজা। সব সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালান ধর্মপ্রাণ মুসল্লিরা।

এই মহিমান্বিত মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছিল আল-কোরআন, যা সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা স্বরূপ। রমজান শুধু আত্মশুদ্ধি ও সংযমের মাস নয়, বরং ধনী-গরিব নির্বিশেষে সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য সুযোগ।

হাজার বছর ধরে চাঁদ দেখার ভিত্তিতেই বিশ্ব মুসলিম উম্মাহ রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন নির্ধারণ করে আসছে। চাঁদ দেখার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় রমজান শুরুর সময় এবং পবিত্র ঈদুল ফিতরের দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে রমজানের প্রথম দিন শুরু হবে আগামীকাল।

রমজান মাসে মুসলমানদের জন্য বিশেষ ইবাদত ও দোয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা আত্মশুদ্ধি ও ইবাদতে ব্যস্ত থাকবেন এ মাসজুড়ে।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা শুরু

আপডেট সময় ০৭:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার (২ মার্চ) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে রোজা। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। এ মাসে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করেন। সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই শুরু হবে তারাবির নামাজ, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।

বিজ্ঞাপন

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো রোজা। সব সুস্থ ও প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য রোজা রাখা ফরজ। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালান ধর্মপ্রাণ মুসল্লিরা।

এই মহিমান্বিত মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর নাজিল হয়েছিল আল-কোরআন, যা সমগ্র মানবজাতির জন্য পথনির্দেশনা স্বরূপ। রমজান শুধু আত্মশুদ্ধি ও সংযমের মাস নয়, বরং ধনী-গরিব নির্বিশেষে সবার মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার অনন্য সুযোগ।

হাজার বছর ধরে চাঁদ দেখার ভিত্তিতেই বিশ্ব মুসলিম উম্মাহ রমজান মাসের শুরু এবং দুই ঈদের দিন নির্ধারণ করে আসছে। চাঁদ দেখার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় রমজান শুরুর সময় এবং পবিত্র ঈদুল ফিতরের দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশসহ সারা বিশ্বে রমজানের প্রথম দিন শুরু হবে আগামীকাল।

রমজান মাসে মুসলমানদের জন্য বিশেষ ইবাদত ও দোয়ার গুরুত্ব অপরিসীম। আল্লাহর অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা আত্মশুদ্ধি ও ইবাদতে ব্যস্ত থাকবেন এ মাসজুড়ে।