ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতিসংঘের জুলাই অভ্যুত্থান রিপোর্টকে ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষণে রুল জারি রাশিয়ার বিরুদ্ধে ইইউ-এর ১৭তম প্যাকেজের নিষেধাজ্ঞা: তুরস্ক সহ একাধিক দেশও এর অন্তর্ভুক্ত সুন্দরবন সুরক্ষায় নতুন কৌশলে বন বিভাগ, ফাঁদ জমা দিলে মিলছে পুরস্কার ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে সৌদির পূর্ণ সমর্থন আছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের সংলাপে আহ্বান নতুন পোপ লিও চতুর্দশের ভিসা সংকটে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রী কমেছে, কমেছে রাজস্ব আয় মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৪৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির মর্যাদা দেওয়ার দাবিতে শাহবাগ নার্সিং শিক্ষার্থীদের অবরোধ আইপিএলে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

রোহিঙ্গা সংকট: সমাধানে একযোগ কাজ করার আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 28

ছবি: সংগৃহীত

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাতের ফলে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে, তবে রোহিঙ্গা সংকটের সমাধান খোঁজা অতি জরুরি।

আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফিলিপ্পো গ্র্যান্ডি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের পরিস্থিতি খুবই খারাপ এবং সেখানে একাধিক সংঘাত চলছে, তবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাধান বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগী প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফিলিপ্পো গ্র্যান্ডি আরও বলেন, “বাংলাদেশের চ্যালেঞ্জ সত্ত্বেও, এখানে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।” তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকালীন অবস্থার মধ্যেও দেশটি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে।

গতকাল, ফিলিপ্পো গ্র্যান্ডি চার দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছান। সফরের প্রথম দিনেই, তিনি তৌহিদ হোসেনের সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এছাড়া, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের উত্তরণে আগামী কয়েক মাসের মধ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে, যা সমর্থন করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বলেন, “আমরা মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একযোগভাবে কাজ করব।”

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সংকট: সমাধানে একযোগ কাজ করার আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধানের

আপডেট সময় ০২:০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, মিয়ানমারে চলমান সংঘাতের ফলে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে, তবে রোহিঙ্গা সংকটের সমাধান খোঁজা অতি জরুরি।

আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফিলিপ্পো গ্র্যান্ডি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের পরিস্থিতি খুবই খারাপ এবং সেখানে একাধিক সংঘাত চলছে, তবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাধান বের করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগী প্রয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফিলিপ্পো গ্র্যান্ডি আরও বলেন, “বাংলাদেশের চ্যালেঞ্জ সত্ত্বেও, এখানে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য আমরা বাংলাদেশের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।” তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকালীন অবস্থার মধ্যেও দেশটি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে।

গতকাল, ফিলিপ্পো গ্র্যান্ডি চার দিনের সফরে বাংলাদেশে এসে পৌঁছান। সফরের প্রথম দিনেই, তিনি তৌহিদ হোসেনের সঙ্গে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এছাড়া, বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের উত্তরণে আগামী কয়েক মাসের মধ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে, যা সমর্থন করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বলেন, “আমরা মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে একযোগভাবে কাজ করব।”