ট্রাম্পের ‘আমেরিকা উপসাগর’ সিদ্ধান্ত প্রত্যাখ্যান, হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে এপির মামলা
ওয়াশিংটন, শনিবার: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে গতকাল শুক্রবার এ মামলা দায়ের করা হয়।
এপির অভিযোগ, প্রেসিডেন্টের কিছু সরকারি অনুষ্ঠানে তাদের সাংবাদিকদের অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে। এই সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত ট্রাম্পের এক নির্বাহী আদেশ থেকে, যেখানে তিনি ঐতিহ্যবাহী ‘মেক্সিকো উপসাগর’-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার নির্দেশ দেন। তবে এপি তাদের প্রতিবেদনে ঐতিহ্যবাহী নাম ব্যবহারের সিদ্ধান্ত নেয় এবং নতুন নামটি মানতে অস্বীকৃতি জানায়। এর পর থেকেই তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এমনকি প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানেও তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এ পরিস্থিতিতে এপি আদালতের শরণাপন্ন হয়ে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসান ওয়াইলস, উপপ্রধান কর্মকর্তা টেইলর বুদোউইচ এবং প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের বিরুদ্ধে মামলা দায়ের করে।
হোয়াইট হাউস অবশ্য তাদের অবস্থান থেকে সরতে নারাজ। গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে, হোয়াইট হাউসে সত্য ও নির্ভুলতা বজায় থাকে। আমাদের সিদ্ধান্ত সঠিক দিকেই আছে।”
এদিকে, এপি তাদের নীতিমালায় স্পষ্ট করেছে যে, ‘মেক্সিকো উপসাগর’ নামটি ৪০০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হয়ে আসছে এবং তারা ঐতিহাসিক সত্যের সঙ্গে আপস করবে না। তারা ট্রাম্পের ঘোষিত নতুন নামের পরিবর্তে প্রচলিত নামই ব্যবহার করবে।