বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন: চীনের রাষ্ট্রদূত

- আপডেট সময় ০৭:০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 44
ভারতের ভিসা নীতি কঠোর হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশিদের নতুন গন্তব্য হয়ে উঠেছে চীন। এ পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের দ্রুততম সময়ে ভিসা দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, জরুরি রোগীদের জন্য এক দিনের মধ্যেই ভিসা প্রদানের ব্যবস্থা করতে কাজ করছে চীনা দূতাবাস।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে রাষ্ট্রদূত এসব তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য কুনমিংয়ের তিনটি হাসপাতাল বরাদ্দ রাখা হয়েছে, যেখানে তারা বিশেষ সুবিধায় চিকিৎসা নিতে পারবেন। রাষ্ট্রদূত আরও জানান, যেসব বাংলাদেশি জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য চীনে যেতে চান, তারা সরাসরি দূতাবাসে এসে দ্রুত ভিসার আবেদন করতে পারবেন। এতে যাতে বিলম্ব না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টার সাম্প্রতিক চীন সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও দৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি জানান, চীন সব সময় বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না।
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ইয়াও ওয়েন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বাংলাদেশি শিক্ষার্থীদের চীনের শিক্ষাবৃত্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও ফুল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, আগস্টের পর থেকে ১৩টি চীনা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। রাষ্ট্রদূত জানান, অন্তর্বর্তী সরকারের সময়কালে চীনই বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হয়ে উঠেছে।
বাংলাদেশিদের জন্য চিকিৎসা, শিক্ষা ও বিনিয়োগে নতুন সুযোগ তৈরি হওয়ায় দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।