ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

ভবিষ্যতেও বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহে দৃঢ় আগ্রহ চীনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 41

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য দীর্ঘদিন ধরে সমরাস্ত্র সরবরাহ করে আসছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশকে সরবরাহ করা চীনা সমরাস্ত্র বিশ্বমানের এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। পাশাপাশি, অস্ত্র বিক্রির ক্ষেত্রে চীন তাদের নিজস্ব নীতিমালা মেনে চলে এবং বাংলাদেশের জাতীয় পরিস্থিতি বিবেচনায় নেয়। ভবিষ্যতেও বাংলাদেশকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের। চীনের তৈরি সমরাস্ত্র উন্নত মানের এবং প্রতিযোগিতামূলক দামে সরবরাহ করা হয়। আমাদের অস্ত্র বাংলাদেশি বাহিনীর প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীন অন্যতম প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ ও তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা বাজারে প্রবেশের চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, “চীন প্রতিযোগিতার মুখে নেই। আমাদের অস্ত্র সরবরাহের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমরা বাংলাদেশের প্রয়োজন অনুসারে সেরা সমাধান দিতে প্রস্তুত।”

এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাম্প্রতিক বেইজিং সফরের পরিপ্রেক্ষিতে। সফরটি দুই দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বহির্বিশ্বের আগ্রহ বাড়লেও, চীনের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের এবং তা আরও দৃঢ় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ভবিষ্যতেও বাংলাদেশে সমরাস্ত্র সরবরাহে দৃঢ় আগ্রহ চীনের

আপডেট সময় ১০:৩২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

 

বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য দীর্ঘদিন ধরে সমরাস্ত্র সরবরাহ করে আসছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশকে সরবরাহ করা চীনা সমরাস্ত্র বিশ্বমানের এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। পাশাপাশি, অস্ত্র বিক্রির ক্ষেত্রে চীন তাদের নিজস্ব নীতিমালা মেনে চলে এবং বাংলাদেশের জাতীয় পরিস্থিতি বিবেচনায় নেয়। ভবিষ্যতেও বাংলাদেশকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

গতকাল মঙ্গলবার ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত এসব তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের। চীনের তৈরি সমরাস্ত্র উন্নত মানের এবং প্রতিযোগিতামূলক দামে সরবরাহ করা হয়। আমাদের অস্ত্র বাংলাদেশি বাহিনীর প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীন অন্যতম প্রধান সরবরাহকারী। তবে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশ ও তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা বাজারে প্রবেশের চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, “চীন প্রতিযোগিতার মুখে নেই। আমাদের অস্ত্র সরবরাহের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং আমরা বাংলাদেশের প্রয়োজন অনুসারে সেরা সমাধান দিতে প্রস্তুত।”

এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাম্প্রতিক বেইজিং সফরের পরিপ্রেক্ষিতে। সফরটি দুই দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বহির্বিশ্বের আগ্রহ বাড়লেও, চীনের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের এবং তা আরও দৃঢ় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।