গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে: স্টিভ উইটকফের ঘোষণা

- আপডেট সময় ০৫:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
- / 26
গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ‘অবশ্যই’ শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের আলোচনা কিছু জটিলতা সত্ত্বেও অব্যাহত থাকবে এবং শিগগিরই এটি কার্যকর হবে।
উইটকফ বলেন, রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের সঙ্গে একটি ফলপ্রসূ ফোনালাপ হয়েছে, যার মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, নেতারা যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ের জন্য সময় এবং দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা করেছেন, এবং শীঘ্রই কায়রো অথবা দোহায় এ নিয়ে আরও আলোচনা করা হবে।
উইটকফ আরও জানান, দ্বিতীয় ধাপে দুই পক্ষকে একত্রিত করা একটু কঠিন হতে পারে, তবে এটি ‘নির্ধারিত’ স্থানে চলবে। তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে যুদ্ধের সমাপ্তির বিষয়টি আলোচনা হয়েছে, তবে চুক্তির মধ্যে এমন কোনও শর্ত থাকবে না যার ফলে হামাস সরকারে থাকবে। হামাসকে গাজা থেকে বিতাড়িত করার বিষয়টি আলোচনায় রয়েছে, যা চূড়ান্তভাবে সমাধান করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, মার্কিন প্রশাসন, বিশেষ করে ট্রাম্প এবং বাইডেন উভয়ই হামাসকে ক্ষমতায় থাকতে দেখার পক্ষে নয়। ইসরায়েলও একই মত পোষণ করেছে। তবে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু হওয়ায় এই অঞ্চলে শান্তির সম্ভাবনা আরও দৃঢ় হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।