নিরাশার সুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী:
ইউক্রেনের ২০১৪ সালের সীমান্ত ফিরিয়ে আনার আশা ‘অবাস্তব’

- আপডেট সময় ০৫:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 45
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ২০১৪ সালে হারানো অঞ্চল পুনরুদ্ধারের সম্ভাবনাকে ‘অবাস্তব’ হিসেবে উল্লেখ করেছেন। বুধবার, ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
হেগসেথ আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ লাভ, রাশিয়ার সাথে আলোচনার মাধ্যমে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তি ঘটাতে পারে। তিনি বলেন, “আমরা সবাই চাই একটি সার্বভৌম এবং সমৃদ্ধ ইউক্রেন, তবে এই স্বপ্নে দৌড়ে ইউক্রেনের হারানো সীমান্তে ফিরে যাওয়া সম্ভব নয়। এটি কেবল যুদ্ধকে দীর্ঘায়িত করবে এবং কষ্ট বাড়াবে।”
তিনি আরও উল্লেখ করেন, শান্তি আলোচনার জন্য এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি, তবে যুদ্ধের টেকসই সমাপ্তির জন্য একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, যা যুদ্ধ পুনরায় শুরু হতে বাধা দেবে।
হেগসেথ বলেন, “কিয়েভের ন্যাটো সদস্যপদ অর্জন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান হতে পারে না, কারণ এটি ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন করতে বাধ্য করবে, যা যুদ্ধের ঝুঁকি বাড়াবে।”
তিনি ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি বিষয়ে বলেন, “এটি ইউরোপীয় এবং ইউরোপীয় নয় এমন সেনাদের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে। যদি কোনো সেনা ইউক্রেনে শান্তিরক্ষী হিসেবে মোতায়েন হয়, তবে তাদের একটি ন্যাটো-বহির্ভূত মিশনের অংশ হিসেবে কাজ করতে হবে।”
এদিকে, রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে এবং বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে।