১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন ৬ কোটি টন ধ্বংসস্তূপের নিচে গা*জা, অপসারণে লাগবে কমপক্ষে সাত বছর ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কঠোর ট্রাম্প: বিরোধী দেশে শুল্ক আরোপের হুমকি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে অপ্রয়োজনীয় বিমান সরিয়ে নেওয়া হচ্ছে গাজা প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নতুন বেসামরিক কমিটি গঠন

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে করাচির পথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 115

ছবি সংগৃহীত

 

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া “এক্সারসাইজ আমান-২০২৫”-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) জাহাজটি ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানানো হয়।

চট্টগ্রাম ত্যাগের পূর্বে এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তিনি জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সমর বিশারদরা অংশগ্রহণ করবেন। ‘বানৌজা সমুদ্র জয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থীসহ মোট ২৭৪ জন নৌ সদস্য এতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

‘এক্সারসাইজ আমান-২০২৫’-এ অংশগ্রহণকালে ‘বানৌজা সমুদ্র জয়’ শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে। এ সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালে “এক্সারসাইজ আমান”-এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এবারের অংশগ্রহণও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে করাচির পথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

আপডেট সময় ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

 

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া “এক্সারসাইজ আমান-২০২৫”-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) জাহাজটি ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানানো হয়।

চট্টগ্রাম ত্যাগের পূর্বে এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তিনি জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সমর বিশারদরা অংশগ্রহণ করবেন। ‘বানৌজা সমুদ্র জয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থীসহ মোট ২৭৪ জন নৌ সদস্য এতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

‘এক্সারসাইজ আমান-২০২৫’-এ অংশগ্রহণকালে ‘বানৌজা সমুদ্র জয়’ শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে। এ সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালে “এক্সারসাইজ আমান”-এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এবারের অংশগ্রহণও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।