ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ এর দুই সন্ত্রাসী আটক ট্রাম্প-স্টারমারের প্রথম ফোনালাপ: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে আলোচনা। আগস্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে চীনে ( ভিডিও নয়) সশরীরে SCO সম্মেলন অনুষ্ঠিত হবে: মহাসচিব ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত: সেপ্টেম্বরে শুরু হবে রাশিয়ার এআই-ভিত্তিক ভ্যাকসিন। ১২ জন ছিনতাইকারী গ্রেফতার: উত্তরা এলাকায় অভিযান ইসরাইল যু*দ্ধবিরতি ভঙ্গ করা মাত্র তাদের ওপর হামালা পুণরায় চালু করবে ইয়েমেনি হু*থিরা ফিলিস্তিনিদের পুনর্বাসনে রাজি নয় জর্ডান ও মিশর লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল। মুলতানে গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৬, আহত ৩১ শিক্ষার্থীদের সংঘর্ষ: পরিস্থিতি দ্রুত সমাধানের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে করাচির পথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া “এক্সারসাইজ আমান-২০২৫”-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) জাহাজটি ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানানো হয়।

চট্টগ্রাম ত্যাগের পূর্বে এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তিনি জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সমর বিশারদরা অংশগ্রহণ করবেন। ‘বানৌজা সমুদ্র জয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থীসহ মোট ২৭৪ জন নৌ সদস্য এতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

‘এক্সারসাইজ আমান-২০২৫’-এ অংশগ্রহণকালে ‘বানৌজা সমুদ্র জয়’ শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে। এ সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালে “এক্সারসাইজ আমান”-এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এবারের অংশগ্রহণও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে যোগ দিতে করাচির পথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

আপডেট সময় ১০:৪৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

 

আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নৌ মহড়া “এক্সারসাইজ আমান-২০২৫”-এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) জাহাজটি ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদক দলের বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানানো হয়।

চট্টগ্রাম ত্যাগের পূর্বে এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তিনি জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সমর বিশারদরা অংশগ্রহণ করবেন। ‘বানৌজা সমুদ্র জয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ জন কর্মকর্তা, ৫৮ জন প্রশিক্ষণার্থীসহ মোট ২৭৪ জন নৌ সদস্য এতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে আঞ্চলিক শান্তি ও সমুদ্র নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ ও যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।

‘এক্সারসাইজ আমান-২০২৫’-এ অংশগ্রহণকালে ‘বানৌজা সমুদ্র জয়’ শ্রীলঙ্কার কলম্বো ও মালদ্বীপের মালে বন্দরে শুভেচ্ছা সফর করবে। এ সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নৌ সদস্যদের পেশাগত দক্ষতা বাড়বে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী এর আগেও ২০০৭, ২০০৯ এবং ২০১৩ সালে “এক্সারসাইজ আমান”-এ অংশগ্রহণ করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এবারের অংশগ্রহণও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।