ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ডলার  বাংলাদেশ ও জার্মানির বাণিজ্যিক যোগাযোগে নতুন দ্বার উন্মোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম স্থগিত, বাংলাদেশেও ইউএসএইডের কার্যক্রম বন্ধ ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ হবে আগামী মার্চে লীক ভেজিটেবল (গ্যাস্ট্রিকের মহাঔষধ)-এর স্বাস্থ্য উপকারিতা  তালেবান ক্ষমতা গ্রহণের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম কাবুল সফর তালেবানের হাতে আমেরিকান বন্দি: মুক্তির দাবিতে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের ভাবনায় আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন তামিমের ফিফটি ও ফাহিমের বিধ্বংসী বোলিংয়ে সিলেটকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল টঙ্গী-জয়দেবপুর রুটে রেললাইন বেঁকে গেল, অল্পের জন্য রক্ষা পেল ১২০০ যাত্রী
সদ্য সংবাদ:
শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ, আহত অন্তত ৬ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ♦ জামালপুরে একটি বাড়ি থেকে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩ ♦ পল্লবীতে 'ব্লেড বাবু' হত্যাকাণ্ডে ‘কুত্তা রাব্বি’ গ্রেফতার  ♦ সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৬৭  ♦  মেস থেকে যাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  ♦  মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ আর নেই  ♦ ঢাকায় সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ♦  কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে শান্তিরক্ষীদের সংঘর্ষে নিহত ১৩  ♦  যুক্তরাজ্যে এমপি পদ থেকে টিউলিপের পদত্যাগের দাবি

মধ্যপ্রাচ্য 

ইসরায়েলের বিপদ আরও বাড়ল: হামাসে যোগ দিয়েছে ১৫ হাজার নতুন যোদ্ধা

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মাঝেও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের শক্তি বাড়াতে নতুন সদস্য সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মাসের সংঘর্ষে প্রায় ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হলেও প্রায় সমসংখ্যক নতুন সদস্য সংগঠনে যোগ দিয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ নতুন সদস্যই তরুণ ও অপ্রশিক্ষিত, যাদের নিরাপত্তা ও গৌণ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হয়ে রয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে বলেন, “এটি এক দীর্ঘমেয়াদী সংঘর্ষ এবং এক প্রকারের অনন্ত যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।”

গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায়। তবে এর আগেই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। নিহত হয়েছে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটি নতুন যোদ্ধা সংগ্রহে সক্ষম হয়েছে। তাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, হামাসের সামরিক শাখা ভবিষ্যৎ লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, নতুন যোদ্ধাদের মধ্যে অধিকাংশই প্রশিক্ষণের ঘাটতিতে ভুগছে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় স্থায়ী শান্তি আনতে কাজ করছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মূল কারণগুলো সমাধান না হলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্য 

ইসরায়েলের বিপদ আরও বাড়ল: হামাসে যোগ দিয়েছে ১৫ হাজার নতুন যোদ্ধা

আপডেট সময় ০৭:১৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

 

গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মাঝেও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের শক্তি বাড়াতে নতুন সদস্য সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মাসের সংঘর্ষে প্রায় ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হলেও প্রায় সমসংখ্যক নতুন সদস্য সংগঠনে যোগ দিয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ নতুন সদস্যই তরুণ ও অপ্রশিক্ষিত, যাদের নিরাপত্তা ও গৌণ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী হুমকি হয়ে রয়ে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ বিষয়ে বলেন, “এটি এক দীর্ঘমেয়াদী সংঘর্ষ এবং এক প্রকারের অনন্ত যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।”

গাজার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায়। তবে এর আগেই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। নিহত হয়েছে প্রায় ৪৭ হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটি নতুন যোদ্ধা সংগ্রহে সক্ষম হয়েছে। তাদের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, হামাসের সামরিক শাখা ভবিষ্যৎ লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, নতুন যোদ্ধাদের মধ্যে অধিকাংশই প্রশিক্ষণের ঘাটতিতে ভুগছে।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গাজায় স্থায়ী শান্তি আনতে কাজ করছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের মূল কারণগুলো সমাধান না হলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়।