ইমরান খানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পরিবার
- আপডেট সময় ০৬:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 65
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে তার পরিবার। ইমরান খানের ছেলে কাসিম খান আশঙ্কা করছেন, কারা কর্তৃপক্ষ তার বাবার শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য গোপন করছে। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীদের দেখা করতে দেয়া হচ্ছে না বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সম্প্রতি ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেয়ার গুজব ছড়িয়ে পড়ে। কাসিম রয়টার্সকে বলেন, ইমরান খানের সরাসরি বা নির্ভরযোগ্য কোনো মাধ্যমের সাহায্যে যোগাযোগ করতে পারেননি তারা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানান তিনি।
তিনি বলেন, ‘আমার বাবা নিরাপদ আছেন কিনা অথবা আহত বা বেঁচে আছেন কিনা তা না জানা এক ধরনের মানসিক নির্যাতন। আমাদের সবচেয়ে বড় আশঙ্কা হল গুরুত্বপূর্ণ কোনো তথ্য লুকানো হচ্ছে।’
রয়টার্স কাসেমের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।



















