শিরোনাম :
ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত কমপক্ষে ৬০ জন
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৫:৪৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 41
রিও ডি জেনেইরোতে পরিচালিত ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় মাদকবিরোধী অভিযানে অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পুলিশও আছেন।
‘কমান্ডো ভারমেলহো’ গ্যাংয়ের বিরুদ্ধে রিওর আলেমাও ও পেনহা এলাকায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে অংশ নেয় ২,৫০০ পুলিশ ও ৩২টি সাঁজোয়া যান।
অভিযানে ৮১ জনকে আটক করা হয় এবং ৪২টি রাইফেলসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
রিওর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো একে রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছেন এবং সহিংসতাকে বলেছেন “নার্কো-সন্ত্রাসবাদ”।























