শিরোনাম :
ইরানে নতুন মুদ্রা সংস্কার: রিয়াল থেকে চারটি শূন্য বাদ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / 91
ইরানের পার্লামেন্ট মুদ্রা সংস্কার আইন পাস করেছে, যার মাধ্যমে আগামী কয়েক বছরে রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়া হবে — জানিয়েছে রয়টার্স।
বর্তমানে ১ মার্কিন ডলার সমান প্রায় ১১,৫০,০০০ রিয়াল, যা দৈনন্দিন লেনদেনকে অত্যন্ত জটিল করে তুলেছে।
নতুন সংস্কারে ১০,০০০ রিয়াল এখন থেকে হবে ১ নতুন তুমান, যা হিসাবকে সহজ করবে।
উদাহরণস্বরূপ —
একটি পাউরুটির দাম যদি এখন ৫০,০০০ রিয়াল হয়, সংস্কারের পর সেটি হবে ৫ তুমান।
বার্ষিক ৩৫%-এর বেশি মুদ্রাস্ফীতির মধ্যে এই পদক্ষেপকে সাধারণ মানুষের জন্য স্বস্তির প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।





















