০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
শোকের ছায়া জাকসুতে সহকারী অধ্যাপকের মৃ-ত্যু প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা গ্রাফটিং টমেটো চাষে নতুন সম্ভাবনা, বাহুবলে কৃষকদের সফলতা বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট ইউরোপীয় ইউনিয়ন ১৫০ বিলিয়ন SAFE প্রতিরক্ষা কর্মসূচিতে তুরস্ক-দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানালো ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের নিচে রয়ে গেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভোট বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব রাকসু নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 20

ছবি সংগৃহীত

 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ষড়যন্ত্র করার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানায়, ব্রাজিলের সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর মধ্যে চারজন বিচারক দোষী সাব্যস্তের পক্ষে রায় দেন, আর একজন ছিলেন খালাসের পক্ষে।

রায়ের আগে আদালত জানায়, নির্বাচনে পরাজয়ের পর বলসোনারো শুধু ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেননি, বরং এর জন্য তিনি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনাও করেছিলেন। এমনকি প্রতিপক্ষ লুলা দা সিলভা, তার নির্বাচনী সঙ্গী এবং সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে তিনি অবগত ছিলেন বলেও আদালতে প্রমাণিত হয়।

বলসোনারোর আইনজীবীরা রায়কে ‘অত্যন্ত কঠোর’ বলে উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের রায়ে আপিল জেতা কঠিন হবে, কারণ সাধারণত রায় পুনর্বিবেচনার জন্য অন্তত দু’জন বিচারককে খালাসের পক্ষে থাকতে হয়।

রায়ে আরও বলা হয়েছে, বলসোনারো ২০৩৩ সাল পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক পদে নির্বাচন করতে পারবেন না। বর্তমানে ৭০ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট গৃহবন্দি অবস্থায় রয়েছেন। আদালতের নির্দেশে আগেই তাকে আটক করা হয়েছিল পালিয়ে যাওয়ার আশঙ্কায়।

রায়ের প্রতিক্রিয়ায় বলসোনারো দাবি করেছেন, তার বিরুদ্ধে এই মামলা একটি “ডাইনি খোঁজা” এবং এর উদ্দেশ্য ২০২৬ সালের নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকানো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলসোনারোর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, “আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল।”

মার্কিন সিনেটর মার্কো রুবিও এই রায়কে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেন এবং বলেন, এর জবাব দেওয়া হবে। অন্যদিকে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “গণতন্ত্রকে ভয় দেখাতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”

আদালতের রায়ে আরও সাতজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা দোষী প্রমাণিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা মন্ত্রীসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা।

যদিও অভ্যুত্থানের পরিকল্পনা সফল হয়নি, তবে ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের জাতীয় কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্সিয়াল প্যালেসে হামলা চালায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে সে সময় ১,৫০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

বলসোনারোকে ২৭ বছরের সাজা দিল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

আপডেট সময় ০৯:৩৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

 

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করে ২৭ বছর ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় থাকার উদ্দেশ্যে ষড়যন্ত্র করার দায়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শুক্রবার (১২ সেপ্টেম্বর) জানায়, ব্রাজিলের সর্বোচ্চ আদালতের পাঁচ সদস্যের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর মধ্যে চারজন বিচারক দোষী সাব্যস্তের পক্ষে রায় দেন, আর একজন ছিলেন খালাসের পক্ষে।

রায়ের আগে আদালত জানায়, নির্বাচনে পরাজয়ের পর বলসোনারো শুধু ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেননি, বরং এর জন্য তিনি সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরিকল্পনাও করেছিলেন। এমনকি প্রতিপক্ষ লুলা দা সিলভা, তার নির্বাচনী সঙ্গী এবং সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে তিনি অবগত ছিলেন বলেও আদালতে প্রমাণিত হয়।

বলসোনারোর আইনজীবীরা রায়কে ‘অত্যন্ত কঠোর’ বলে উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের রায়ে আপিল জেতা কঠিন হবে, কারণ সাধারণত রায় পুনর্বিবেচনার জন্য অন্তত দু’জন বিচারককে খালাসের পক্ষে থাকতে হয়।

রায়ে আরও বলা হয়েছে, বলসোনারো ২০৩৩ সাল পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক পদে নির্বাচন করতে পারবেন না। বর্তমানে ৭০ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট গৃহবন্দি অবস্থায় রয়েছেন। আদালতের নির্দেশে আগেই তাকে আটক করা হয়েছিল পালিয়ে যাওয়ার আশঙ্কায়।

রায়ের প্রতিক্রিয়ায় বলসোনারো দাবি করেছেন, তার বিরুদ্ধে এই মামলা একটি “ডাইনি খোঁজা” এবং এর উদ্দেশ্য ২০২৬ সালের নির্বাচনে তার অংশগ্রহণ ঠেকানো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলসোনারোর প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, “আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা হয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল।”

মার্কিন সিনেটর মার্কো রুবিও এই রায়কে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেন এবং বলেন, এর জবাব দেওয়া হবে। অন্যদিকে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “গণতন্ত্রকে ভয় দেখাতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”

আদালতের রায়ে আরও সাতজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা দোষী প্রমাণিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং নিরাপত্তা মন্ত্রীসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা।

যদিও অভ্যুত্থানের পরিকল্পনা সফল হয়নি, তবে ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকেরা ব্রাজিলের জাতীয় কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্সিয়াল প্যালেসে হামলা চালায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে সে সময় ১,৫০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।