হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের মন্ত্রিসভার পরিকল্পনার ধাপসমূহ

- আপডেট সময় ০৫:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / 5
লেবাননের মন্ত্রিসভা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের জন্য একটি ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য পরিকল্পনা অনুমোদন করেছে।
পরিকল্পনাটি দেশজুড়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সেনা মোতায়েন ও অস্ত্র জব্দের মাধ্যমে কার্যকর হবে।
ধাপগুলো হলো—
1. দক্ষিণ লেবানন (লিতানি নদীর দক্ষিণাঞ্চল): এ এলাকায় লেবাননের সেনারা ইতোমধ্যেই দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করছে।
2. লিতানি ও আওয়ালি নদীর মধ্যবর্তী অঞ্চল: পরবর্তী পর্যায়ে এ এলাকায় প্রবেশ করে অস্ত্র সংগ্রহ করা হবে।
3. দাহিয়েহ: হিজবুল্লাহর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বৈরুতের উপকণ্ঠে অভিযান চালানো হবে।
4. বৈরুত মহানগরী এলাকা: রাজধানীর অভ্যন্তরে অবস্থিত হিজবুল্লাহর কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।
5. লেবানন ভ্যালি (বালবেক ও বেকা উপত্যকা): হিজবুল্লাহর ঐতিহাসিকভাবে প্রভাবশালী ঘাঁটিগুলোতে চূড়ান্ত অভিযান পরিচালিত হবে।
এই ধাপভিত্তিক পরিকল্পনার মাধ্যমে লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দুর্বল করার চেষ্টা করবে। তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ বড় বাধা হয়ে দাঁড়াবে।