০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে আগারগাঁওয়ে বিস্ফোরণ: দগ্ধ একই পরিবারের সাতজন ডিজিটাল গ্রিন কার্ডে মিলবে মালয়েশিয়ার নির্মাণশ্রমিকদের বেতন ঢাকায় জোবাইদা রহমান, বেগম জিয়ার সর্বশেষ অবস্থা ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 114

ছবি সংগৃহীত

 

ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকায় একদিনে আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। শুক্রবারের (৮ আগস্ট) হামলার পর অক্টোবর ২০২৩ থেকে চলমান অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জনে। খবর আনাদোলুর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। হাসপাতালে যাদের আনা সম্ভব হয়েছে, কেবল তাদেরই হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মৃতদেহ উদ্ধার না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে সরঞ্জামের অভাব ও অব্যাহত বোমাবর্ষণের কারণে।

বিজ্ঞাপন

ইসরাইল গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশও সীমিত করেছে, যার ফলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিযানের শুরু থেকে অপুষ্টি ও না খেতে পেয়ে মারা গেছেন ২০১ জন, এর মধ্যে ৯৮ জন শিশু।

ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি, শুধু শুক্রবারেই নিহত হন ১৬ জন। এসব মৃত্যুকেও নিহতের মোট তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হয়। এর জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল, যা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলেছে। জানুয়ারিতে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পর মার্চ থেকে ফের অভিযান শুরু হয়। এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

 

নিউজটি শেয়ার করুন

গাজায় একদিনে আরও ৭২ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬১ হাজার

আপডেট সময় ১১:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

 

ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় গাজা উপত্যকায় একদিনে আরও ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। শুক্রবারের (৮ আগস্ট) হামলার পর অক্টোবর ২০২৩ থেকে চলমান অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৩৩০ জনে। খবর আনাদোলুর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন। হাসপাতালে যাদের আনা সম্ভব হয়েছে, কেবল তাদেরই হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকে থাকা বহু মৃতদেহ উদ্ধার না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে সরঞ্জামের অভাব ও অব্যাহত বোমাবর্ষণের কারণে।

বিজ্ঞাপন

ইসরাইল গাজায় খাদ্য ও ত্রাণ প্রবেশও সীমিত করেছে, যার ফলে সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অভিযানের শুরু থেকে অপুষ্টি ও না খেতে পেয়ে মারা গেছেন ২০১ জন, এর মধ্যে ৯৮ জন শিশু।

ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ১ হাজার ৭৭২ জন ফিলিস্তিনি, শুধু শুক্রবারেই নিহত হন ১৬ জন। এসব মৃত্যুকেও নিহতের মোট তালিকায় অন্তর্ভুক্ত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরাইলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হয়। এর জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল, যা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলেছে। জানুয়ারিতে স্বল্পমেয়াদি যুদ্ধবিরতির পর মার্চ থেকে ফের অভিযান শুরু হয়। এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।