শিরোনাম :
তুরস্কের মালিকানার প্রমাণে মুক্তি পেল ‘সি ওয়ার্ল্ড’ জাহাজ

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / 4
সোমালিয়ার পান্তল্যান্ড কর্তৃপক্ষ অবশেষে ‘সি ওয়ার্ল্ড’ নামের জাহাজটি মুক্ত করে দিয়েছে, যা গত ১৮ জুলাই আটক করা হয়েছিল। তুরস্ক প্রমাণ দিয়েছে যে, জাহাজে থাকা অস্ত্র ও সামরিক সরঞ্জাম তাদের সেনাবাহিনীর আইনি মালিকানায় ছিল।
জাহাজটি সাঁজোয়া যান ও আকাশ প্রতিরক্ষা অস্ত্র বহন করছিল, যা সোমালিয়ার মোগাদিশুতে অবস্থিত তুরস্কের TURKSOM সামরিক ঘাঁটির উদ্দেশে পাঠানো হয়েছিল।
তুরস্কের রাষ্ট্রদূত আলপার আক্তাশ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার পর, এবং পান্তল্যান্ড কর্তৃপক্ষ নিজস্ব তদন্ত শেষ করার পর, জাহাজটি আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে হস্তান্তর করা হয়।