০৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েল কাটজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 99

ছবি সংগৃহীত

 

 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তেহরানে নতুন করে হামলার কথা বলেছেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এসব মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি বলেন, “আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই—আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তবে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “আগের চেয়ে বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।”

তবে ইসরায়েলের এই হুমকির পরিপ্রেক্ষিতে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার।

এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। টানা ১২ দিন ধরে চলা এই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ সাত শতাধিক ব্যক্তি নিহত হন।

উল্লেখ্য, ওই সময় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

নিউজটি শেয়ার করুন

খামেনিকে হত্যার হুমকি দিলেন ইসরায়েল কাটজ

আপডেট সময় ১২:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

 

 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তেহরানে নতুন করে হামলার কথা বলেছেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এসব মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি বলেন, “আমি স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই—আপনি যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তবে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে।”

তিনি আরও বলেন, “আগের চেয়ে বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।”

তবে ইসরায়েলের এই হুমকির পরিপ্রেক্ষিতে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান সরকার।

এর আগে গত ১৩ জুন ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। টানা ১২ দিন ধরে চলা এই সংঘাতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ সাত শতাধিক ব্যক্তি নিহত হন।

উল্লেখ্য, ওই সময় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্রও।