শিরোনাম :
ইসরাইল, হামাস, কাতার এবং আমেরিকার প্রতিনিধিরা আজ দোহায় গাজা যুদ্ধ বিরতি
ইসরাইল, হামাস, কাতার এবং আমেরিকার প্রতিনিধিরা আজ দোহায় গাজা যুদ্ধ বিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। সোর্স, AXIOS পত্রিকা।
শুক্রবার সকালে ইসরাইলের নিরাপত্তা কেবিনেট এই বিল পাশ করার জন্য বৈঠক করবে।
শনিবার রাতে ইসরাইলের সরকার এই বিল পাশের পক্ষে / বিপক্ষে সিদ্ধান্ত নিবে।
রবিবার থেকে যুদ্ধ বিরতি কার্যকর হবে।
সোমবার থেকে বন্দী বিনিময় শুরু হবে।
ইসরাইলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভীর পদত্যাগ করতে পারে।
নেতানিয়াহু কিভাবে সরকার টিকিয়ে রাখবে দেখার বিষয়।
ওদিকে সিরিয়া ছেড়ে যাওয়ার সময় ইসরাইলি বাহিনী সিরিয়ার ৩ হাজারের মত অস্ত্র চুরি করে নিয়েছে।
সিরিয়ার নেতা জোলানি বলেছে তারা ইসরাইল-সিরিয়া সীমান্তে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন পাঠানোর পক্ষে অবস্থান নিবে।