শিরোনাম :
তুরস্কের ইউরোফাইটার চুক্তিতে অস্বস্তিতে ইসরায়েল: “গেমচেঞ্জার না হলেও মাথাব্যথা”

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১১:২৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
- / 6
তুরস্কের ইউরোফাইটার যুদ্ধবিমান চুক্তি ইসরায়েলের নিরাপত্তা অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। এক ইসরায়েলি কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানায়, এটি তাৎক্ষণিক হুমকি না হলেও স্পষ্টতই “মাথাব্যথার” কারণ।
সে বলে, “এই বিমানগুলো F-35-এর মতো উন্নত নয়, তাই খেলা একেবারে ঘুরিয়ে দেবে না। তবে তুরস্কের প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিল।”
চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর আঙ্কারার আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতায় বড় পরিবর্তন আসবে বলে বিশ্লেষকদের ধারণা।