ইরানের ওপর আরও হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র, আলোচনা না হলে টার্গেট ২টি পারমাণবিক স্থাপনা

- আপডেট সময় ১২:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
- / 3
ইরান যদি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক আলোচনায় না বসে, তবে দেশটির দুটি তুলনামূলকভাবে অক্ষত পারমাণবিক স্থাপনায় আবারও হামলার চিন্তা করছে যুক্তরাষ্ট্র— জানিয়েছে এনবিসি নিউজ।
টেলিভিশন চ্যানেলটি জানায়, “ইরানের পারমাণবিক কর্মসূচিতে ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন নতুন গোয়েন্দা তথ্যে নিশ্চিত হলে, যুক্তরাষ্ট্র ফের সংঘাতে জড়িয়ে পড়তে পারে।”
সূত্র অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যে একটি “আরও জটিল হামলার পরিকল্পনা” তৈরি করেছে, যাতে অতিরিক্ত তিনটি স্থাপনায় একযোগে হামলার উপায় রাখা হয়েছে। এই অভিযানে সময় লাগতে পারে “এক রাত নয়, বরং কয়েক সপ্তাহ”।
এনবিসি আরো জানায় জুন মাসে যুক্তরাষ্ট্র যেই একটি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেন্দ্রে হামলা করেছিল, সেটি “প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে”—। এর ফলে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে অন্য দুটি স্থাপনা “ততটা ক্ষতিগ্রস্ত হয়নি”, এবং ইরান চাইলে “পরবর্তী কয়েক মাসেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করতে পারবে”